আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, অনিয়মের কারণে বরিশাল সিটি নির্বাচন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি), কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) একটি বিশেষ সভায় বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব ও সব মহানগর পুলিশের কমিশনার, উপমহাপরিদর্শক ও সব জেলার পুলিশ সুপার (এসপি)।
কমিশনের পক্ষ থেকে ছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার কমিশনার ও ইসি সচিব। তাদের সবাইকে সামনে পেয়ে বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতায় তুলে ধরেন তিনি।
গাজীপুর নির্বাচন নিয়ে তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭৯ জন প্রিজাইডিং অফিসারের একটি স্বাক্ষরবিহীন তালিকা রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছিলেন গাজীপুরের জেলা প্রশাসক।
মাহবুব তালুকদার বলেন, সংসদ নির্বাচনেও এই দুই সিটির ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দায়িত্বরত কর্মকতাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করেন এই কমিশনার।
তিনি আরও বলেন, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই আমরা দুটো উল্লেখযোগ্য নির্বাচন শেষ করেছিলাম। একটি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এবং অপরটি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এ দুটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ শোনা যায়নি। কিন্তু দুঃখের বিষয় পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচনে সবচেয়ে খারাপ অবস্থা ছিল বরিশালের।
৪ কর্মকর্তার পদোন্নতি হলো ডিআইজি পদে