রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোটে লড়তে অ্যাটর্নি জেনারেল পদ ছাড়লেন আসাদুজ্জামান পাগলা মসজিদের দানবাক্সে ৩৬ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস ‘হাদির হত্যাকারীদের আটকে ব্যর্থতা সরকারের অনেক অর্জনকে ম্লান করবে’ কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা: তদন্তকারী সংস্থা আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের এবার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘গাইডলাইন কর্মশালা’ করবে আস-সুন্নাহ এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচন করবেন স্বতন্ত্র

‘এটাই শেষ সুযোগ, সব বাধা উপেক্ষা করে ভোট দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশের জনগণকে বুঝতে হবে এবারই ভোট দেওয়ার শেষ সুযোগ, আপনারা আর সুযোগ পাবেন না। তাই ভোট দেওয়ার সময় কেউ যদি বাধা দেয়, তবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে তাকেও ভোট দিতে বাধা দিতে হবে।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ প্রায় ১২ বছর ধরে গণতন্ত্রের অধিকার হারা। তাই এবারই সুযোগ সেই অধিকার ফিরিয়ে আনার। সেজন্য সব বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোট দিতে হবে।

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মওদুদ আরও বলেন,  গত দুই থেকে আড়াই বছর ধরে বিএনপি কোনো প্রকার সংঘাতের পথে না গিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেছে এবং এখনো শান্তিপূর্ণ অবস্থানে আছে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, আবাধ ও নিরপেক্ষ হলে ধানের শীষের জোয়ারে নৌকা ভেসে যাবে।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সরকারের কাছে বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে সাত দফা দাবি জানানো হয়েছে, তার একটি দাবিও মেনে নেননি তারা। এ সরকার পরাজয়ের ভয় পায়। গোয়েন্দা সংস্থায় তাদের নিজেদের লোক দিয়ে করানো রিপোর্টও তাদের বিপক্ষে।

তিনি বলেন, নির্বাচনী তাফসিল ঘোষণার পরও এখন পর্যন্ত গ্রেফতার ও হামলা-মামলা বন্ধ হয়নি। প্রতিদিনই কোন না বিএনপি নেতাকর্মী গ্রেফতার হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন এমনটা হবেনা।

সভায় নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সভাপতি এ কে এম মোজাম্মেল হোসেন, নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

‘বুড়িগঙ্গায় মনোনয়নপ্রত্যাশীর লাশ বিএনপির অভ্যন্তরীণ বিষয়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ