আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অতীতে কূটনীতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলেও আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে। এছাড়া বাজার বিশ্লেষণ করে পণ্যের বহুমুখীকরণেও জোর দেয়ার আহ্বান তার। সকালে চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধর করে এসব কথা জানান শেখ হাসিনা।
পোশাক শিল্পর পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত শিল্প। গত বছর এ থেকে রপ্তানি আয় এক দশমিক এক বিলিয়ন ডলার। ২০২১ সালে এই খাত থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য সরকারের। এ অবস্থায় তৃতীয়বারের মতো দেশে তৈরি চামড়ার জুতা ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদশর্নী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, তিন দিনের এ আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, চামড়া শিল্প সরকারের প্রধান চার অগ্রাধিকারপ্রাপ্ত খাতের একটি। এর বিকাশে তাঁর সরকারের নেয়া উদ্যোগও তুলে ধরেন তিনি।
আন্তর্জাতিক বাজার যাচাইয়ের পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি ট্যানারি শিল্পনগরী গড়ার পরিকল্পনার কথা জানান, সরকার প্রধান। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে তার বিচারের ভার জনগণেও সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন প্রধানমন্ত্রী।
চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চামড়া সংগ্রহ এবং প্রক্রিয়াকরণে সতর্ক থাকার পরামর্শ দেন, প্রধানমন্ত্রী। পরে চামড়াজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।