আওয়ার ইসলাম: চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গুলশানে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারপর্বে এসে জানিয়েছেন জাতীয় পার্টির সাক্ষাৎকারে তিনশ প্রার্থীই বাছাই করা হচ্ছে, তবে জোটের সঙ্গে আসন বণ্টনের পর আসবে চূড়ান্ত ঘোষণা।
পাশাপাশি মনোনয়ন প্রশ্নে দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যায় মনোনয়নপত্র বিক্রি হয়েছে উল্লেখ করে, দলের স্বার্থে নেতাকর্মীদের ত্যাগের মানষিকতায় কাজ করার তাগিদও তার।
এর আগে, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে জাপা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন রওশন এরশাদ, জি এম কাদের, এ বি এম রুহুল আমীন হাওলাদারসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।
১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি করা হয়। পাঁচ দিনে দলটি থেকে মনোনয়ন ফরম তোলেন ২ হাজার ৮৬৫ জন।