রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোটে লড়তে অ্যাটর্নি জেনারেল পদ ছাড়লেন আসাদুজ্জামান পাগলা মসজিদের দানবাক্সে ৩৬ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস ‘হাদির হত্যাকারীদের আটকে ব্যর্থতা সরকারের অনেক অর্জনকে ম্লান করবে’ কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা: তদন্তকারী সংস্থা আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের এবার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘গাইডলাইন কর্মশালা’ করবে আস-সুন্নাহ এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচন করবেন স্বতন্ত্র

চট্টগ্রাম ৩ ও ৫ আসন চায় খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম৩ (সন্দ্বীপ) ও ৫ (হাটহাজারী) আসনে দলিয় প্রার্থীদের নিয়ে বিশিষ্টজনদের সাথে মতবিমিময় সভা করেছে বিশ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিস।

গতকাল (১৫ নভেম্বর) সন্ধ্যায় দলের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা অামজাদ হোসাইনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা নাগরিক কমিটির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগরী সভাপতি অধ্যাপক এ.এস.এম খুরশিদ অালম।

প্রধান অতিথির বক্তব্যে এ.এস.এম খুরশিদ আলম বলেন, অতীতের নির্বাচনগুলোতে জাতীয়তাবাদী ও ইসলামিমূল্যবোধে বিশ্বাসী প্রার্থীর ধারাবাহিক বিজয়ী হওয়ার পেছনে স্থানীয় অালেম-ওলামাগণের ব্যাপক অবদান রয়েছে। তাই চট্টগ্রামের বিশিষ্ট আলেমদের চাহিদা যেনো জেলার ৩ ও ৫ আসন খেলাফত মজলিসকে ছেড়ে দেয়া হয়।

এছাড়াও বিএনপির হাইকমান্ড চট্টগ্রামের অালেমদের এ দাবীকে শ্রদ্ধা জানিয়ে বিশ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস মনোনীত চট্টগ্রাম-৫ (হাটহাজারী) অাসনে মাওলানা মুফতি শিহাবুদ্দীন ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) অাসনে মাওলানা বুরহান উদ্দীনকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত করলে সারাদেশের বিএনপি বা জোট মনোনীত অন্যান্য প্রার্থীদের প্রতি অতীতের ন্যায় ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করছেন উপস্থিত বিশিষ্টজন, অতিথি, উলামায়েকেরাম ও সুধীমহল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী ওলামা পরিষদের সহসভাপতি মাওলানা হাবিবুল্লাহ নদভী, সাংগঠনিক সম্পাদক- মাওলানা জাহাঙ্গীর অালম মেহেদী, চট্টগ্রাম মহানগরী শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ডা.এম.এ সিদ্দিক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম ইউশাহ, চট্টগ্রাম দক্ষিণ জোলা সাধারণ সম্পাদক মাওলানা অাহমদুর রহমান, হাটহাজারী দারুততাওহীদ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কামরুদ্দীন, হাটহাজারী নাগরিক কমিটির সভাপতি- হাফেজ মাওলানা অালী অাকবর, হাটহাজারী ওলামা কমিটির সদস্য- ও চট্টগ্রাম ইসপাহানী শ্রমিক কলোনি জামে মসজিদের খতিব- হাফেজ মাওলানা ফয়জুল্লাহ, ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম জোনাল সহকারী ইয়াসির আরাফাত।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চমহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা শিহাবুদ্দীন কামালী, উত্তর জেলা সহ.সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিনহাজ, মুফতি অাবু তাহের তুরাবী, উত্তর জেলা নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা জালাল উদ্দীন মাসুম, অাবুবকর সিদ্দিক অাহাদ, হাফেজ শহিদুল্লাহ, ডবলমুরিং কমিটির সভাপতি সাওলানা মাহবুবুর রহমান, হাফেজ সগীর অাহমদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ