আওয়ার ইসলাম: মহাজোটে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিকল্পধারার নেতারা।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে সেখানে আসেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধিদলে আছেন দলটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, জকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
প্রসঙ্গত, ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টে যোগ না দেয়ার পর এখন পর্যন্ত আলাদাভাবেই চলছে বিকল্প ধারা। তবে তাদের সঙ্গে ঐক্যের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।