সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ।। ১১ কার্তিক ১৪৩২ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪২ হাজার ৭৬১ কেন্দ্রে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ধ্বংসযজ্ঞে ঝুঁকির মধ্যে গাজাবাসীর জীবন নবীজির সুন্নাহর মাঝেই শান্তি ও কামিয়াবি: মাওলানা আবদুল হাফিজ কাসেমী মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান গোপালগঞ্জে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক চলছে ২২ ঘণ্টা পর উত্তরা-মতিঝিল রুটে চলল মেট্রোরেল  দক্ষিণ চীন সাগরে আধাঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত গাজা পুনর্গঠনের কাজে বাধা আছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত বোমা

সরকারি বিল বকেয়া থাকলে প্রার্থিতা বাতিল: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচনে পার্থি হিসেবে সরকারী টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য যেকোনও পরিসেবা বিল বকেয়া রেখে অংশগ্রহণ করতে পারবেন না।

আগামী ১২ নভেম্বরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের সরকারি কোনও বয়েকা বিল থাকলে তা পরিশোধের কথা জানানো হয়েছে। অন্যথায় ওই ব্যক্তির প্রার্থিতা বাতিল করা হবে।

শনিবার (১০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের কাছে এমন নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সংক্রান্ত পরিপত্রে বলা হয়, ‘মনোনয়নপত্র জমা দেয়ার ৭ দিন আগে এসব বিল পরিশোধ করতে হবে। অর্থাৎ যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সে হিসেবে প্রার্থী হতে হলে ১২ নভেম্বরের মধ্যে এসব বিল পরিশোধ করতে হবে।’

এতে আরও উল্লেখ করা হয়, কৃষিকাজের জন্য গৃহিত ক্ষুদ্র কৃষিঋণ ব্যতীত, মনোনয়নপত্র জমা দেয়ার তারিখের ৭ দিন পূর্বে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহিত কোনও ঋণ বা বা তার কোনও কিস্তি পরিশোধে খেলাপি হলে ওই ব্যক্তি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন।

এছাড়া মনোনয়নপত্র দাখিলের ৭ দিন পূর্বে সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন বলেও জানানো হয়।

আগামী ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর বৃহস্পতিবার। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর শুক্রবার।

নির্বাচনে কার স্বার্থে ইভিএম, প্রশ্ন শামসুল হুদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ