বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


ভারতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন বিক্রির অপরাধে ৭ নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ভারতের একটি মার্কেটে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন বিক্রির অভিযোগ মিলেছে। আর এই অভিযোগে চার নারীসহ সাতজনকে আটক করা হয়েছে।মধ্যপ্রদেশ রাজ্যের ভুপালের সান্তা’র বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সান্তার পুলিশ সুপার সন্তোষ সিং গর বলেন, 'একজন ফোন করে আমাদের জানায় যে এই সাতজন পাকিস্তানপন্থি বেলুন বিক্রি করছেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছি।’

তিনি আরও বলেন,'তাদের কাছ থেকে "পাকিস্তান" ও "জিন্দাবাদ" লেখা কোনো বেলুন আমরা উদ্ধার করতে পরিনি। তবে যে বেলুনগুলো উদ্ধার করতে পেরেছি সেগুলোতে তারার ছবি ছিল।' কোন দোকান থেকে বেলুনগুলো সংগ্রহ করা হয়েছিল তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেলুনের ছবিগুলোতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাকিস্তান লেখা বেলুনগুলো নিশ্চিহ্ন করে ফেলা হয় বলে  ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন-  আফগানিস্তানে চলছে নির্বাচন: নিহত ১০ প্রার্থী 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ