রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’ হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল

মাদরাসা ম্যাানেজমেন্ট সফটওয়্যারে যুক্ত হলো নিজস্ব মিনি কম্পিউটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসার জন্য অধিক উপযোগী করে তৈরি করা ম্যানেজমেন্ট সফটওয়্যারে নিজস্ব প্রযুক্তির মিনি কম্পিউটার সংযুক্ত করা হয়েছে।

ঠিক ক্যালকুলেটরের মত দেখতে একটু বড় সাইজের এই ডিভাইস দিয়ে মাদরাসার তালিমাত বা শিক্ষা কার্যক্রম, ছাত্র আবাসন ব্যবস্থা ও বোর্ডিং পরিচালনা করা যায়। মূলত কম্পিউটারের পাশাপাশি দ্রুততম সময়ে কম্পিউটার ছাড়াই এই ডিভাইস দিয়ে অনেকগুলো কাজের সুবিধা গ্রহণ করা যায়।

কম্পিউটার চালাতে পারদর্শী নয় এমন যে কোনো শিক্ষক, স্টাফ নিম্নোক্ত সুবিধা গ্রহণ করতে পারবেন।

মাদরাসার জন্য তুলনামূলক অনেক কম মাসিক চার্জ পরিশোধের ভিত্তিতে ব্যাপক সুবিধা গ্রহণ করা যায় এস আর বিল্ডাস এর এই মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটি দিয়ে।

মিনি কম্পিউটারের সুবিধা সমূহ-

১। এফ আইডি (ডিজিটাল) কার্ডের মাধ্যমে দৈনিক হাজিরা নেওয়ার ব্যবস্থা।

২। কমপিউটার ছাড়াই রেজাল্ট এন্ট্রি, বেতন ও ফি এন্ট্রি এবং প্রিন্ট করার সুবিধা।

৩। হোস্টেলে ডিজিটাল আইডি কার্ড (এটিএম কার্ডের মত) ব্যবহার করে বোর্ডিং পরিচালনা, খাবারের মিলের হিসাব রাখার সুবিধা।

৪। শিক্ষার্থীদের হাত খরচের টাকা হারিয়ে ফেলার ঝুঁকি থেকে বাঁচতে ডিজিটাল পদ্ধতিতে অফিস কর্তৃক ছাত্রদের টাকার হিসাব রাখা ও সংরক্ষণ করার ব্যবস্থা।

সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন। অথবা নিচের নাম্বারে কল দিন।

ব্রাঞ্চ অফিসঃ রোড-২২, বাড়ি-৪৭, রূপনগর আ/এ, মিরপুর।
কর্পোরেট অফিসঃ রোড-১৬, বাড়ি-১০, রূপনগর আ/এ, মিরপুর।

ফোনঃ ০১৭৩৬-৬৭২৪২৬, ০১৬৮৭-৬০২০০৫

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ