মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


আশুলিয়ায় খালের পানিতে ২ শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় একটি খালে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এঘটনায় শিক্ষার্থীদের উদ্ধারে খালে তল্লাশি চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার  দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডগরতুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হল, আশুলিয়া কাইছাবাড়ী এলাকার রেজাউল হকের ছেলে সোহাগ (১৪)।

সে স্থানীয় আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। নিখোঁজ মাসুদ হোসেন (১০) ওই এলাকার জে এল মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বাবার নাম ইকবাল হোসেন।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় শিক্ষার্থী মাসুদ ও সোহাগ সকালে ডগরতুলী খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

পরে পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদেরকে উদ্ধারে খালে তল্লাশি চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুজনকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর