মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ত্রিপুরা পল্লীতে ৪ শিশুর মৃত্যুর পর টিকা কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ত্রিপুরা পল্লীতে কোন দিনই টিকাদান কর্মসূচি চালানো হয়নি। তাই এখানকার বেশিরভাগ শিশু কোন টিকা পায়নি।

এই শিশুরাই আক্রান্ত হচ্ছে নানা রোগে। যাদের মধ্যে সম্প্রতি চার শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এত কিছুর পর ত্রিপুরা পল্লীতে টিকা কার্যক্রম শুরু করছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত বছর সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লীতে হামে আক্রান্ত হয়ে মারা যায় ৯ শিশু। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষায় বেরিয়ে আসে টিকা না পাওয়ায় এই মৃত্যু।

এবার হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে মারা গেল ৪ শিশু। পাওয়া গেল তাদেরও মৃত্যু হয়েছে হামে এবং তারাও টিকা পায়নি।চট্টগ্রামের হাটহাজারী থেকে ‌২০ কিলোমিটার দুরে দূর্গম পাহাড়ে ত্রিপুরা পল্লী। যেখানে ৫২ পরিবারের ৩৭০ জনের বাস। এদের মধ্যে শিশু ১৬৫ জন।

ত্রিপুরা পল্লীর এক কিলোমিটারের মধ্যে নিয়মিত টিকা দেয়া হয়। কিন্তু তাদের মধ্যে টিকা নেয়ার অনীহা রয়েছে।

এতদিনে টনক নড়েছে প্রশাসনের। ত্রিপুরা পল্লীতে টিকা দেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অন্য শিশুরা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ