রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প

কাতারের দাবি তাদের হজযাত্রীদের বাধা দেয়া হচ্ছে; সৌদির না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কাতারের নাগরিকদের এ বছর হজ পালনে সৌদি আরব বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে দোহা। তবে সৌদি আরবের কর্মকর্তারা এ ধরনের অভিযোগ ইতোমধ্যেই অস্বীকার করেছেন বলে খবর দিয়ে আল-জাজিরা।

জানা গেছে, কোটা পদ্ধতিতে এ বছর কাতার থেকে মাত্র ১২০০ নাগরিককে সৌদিতে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে।

যদিও দোহার ওপর যেভাবে সৌদি জোট অবরোধ আরোপ করে রেখেছে, তাতে সেই সংখ্যক হজযাত্রীর যাওয়াটা অসাভাবিক।

কাতারের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে গত বছর থেকেই নিষেধাজ্ঞা ছিলো। তবে রিয়াদ বলছে, হজ উপলক্ষে সাদরে গ্রহণ করা হবে কাতারের হাজিইচ্ছুদের।

আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়, দোহার তিনটি ট্রাভেল এজেন্সি বলেছে তারা হজ প্যাকেজ দেওয়ার স্থগিত করেছে সৌদির নির্দেশে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এদিকে সৌদি আরব নির্ধারণ করে দেয় কোটা সিস্টেম অনুসারে কোন দেশ থেকে ঠিক কতো সংখ্যক হজযাত্রী রিয়াদে পৌঁছবেন। তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশের অভিযোগ হজ নিয়ে রাজনীতি করছে সৌদি আরব।

আবার অন্য দিকে গত বছর প্রায় ২৩ লাখ ৫০ হাজার হজযাত্রী সৌদি আরবে গেছেন। এ বছর ধারণা করা হচ্ছে সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। এ বছর ১৯ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে হজ পালন শুরু হবে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ অনুসারে তেলের বাইরে গিয়ে পর্যটন খাতের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী কাজও শুরু করেছে দেশটি।

অন্যদিকে নিরাপত্তা ইস্যুতে বেশ কয়েক বছর ধরে কোটা পদ্ধতিতে বিভিন্ন রাষ্ট্র থেকে হজযাত্রী যাওয়ার সংখ্যা ঠিক করে দিচ্ছে সৌদি। এতে করে বিপাকে পড়তে হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোকে হাজযাত্রী প্রেরণের ক্ষেত্রে।

এমনকি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হজকে ঢাল হিসেবে ব্যবহার করে গত দু’বছর ধরে পররাষ্ট্রনীতি ঠিক করছে সৌদি। এসব বিষয় নিয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সৌদির ওপর বেশ চটে আছেন বলে বুঝা যাচ্ছে।

উল্লেখ্য, সৌদিতে ২০ তারিখ হজ অনুষ্ঠিত হবে আর  ঈদ হবে ২১ তারিখ।

সূত্র: আল-জাজিরা, ডন নিউজ

কুরবানি দেওয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ