মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


মাইক্রোবাসের চাকাভর্তি ১ লাখ ইয়াবা, চালক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাইক্রোবাসের অতিরিক্ত চাকার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারকালে ১ লাখ ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন (২৫) নামের এক চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু তুলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। বেলাল উদ্দিন নিজেই মাইক্রোবাসটির মালিক। সে উখিয়ার পালংখালী এলাকার হাফেজ হামিদুল হকের ছেলে।

শুক্রবার বিকেলে ওই এলাকায় তল্লাশী চৌকি বসিয়ে মাইক্রোবাসে (চট্রমেট্টো-ছ-১১ ১৪৫৮) এক লাখ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় বেলালকে আটক করে মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

রামু তুলাতলী হাইওয়ে থানার ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ