রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

আল্লামা বারকুটি হুজুরের ইন্তেকালে কেন্দ্রীয় জমিয়তের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সাবেক সহ-সভাপতি ও সাবেক উপদেষ্টামন্ডলীর সদস্য, আযাদ দ্বিনী এদারায়ে তালিম বাংলাদেশ এর সাবেক সভাপতি আল্লামা হোসাইন আহমদ বারকুটি ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী ও মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী।

জমিয়তের উভয় শীর্ষ নেতা আজ এক শোকবার্তায়, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন“ আল্লামা হোছাইন আহমদ বারকুটি ছিলেন এ দেশের একজন শীর্ষ আলেমে দ্বীন, দীনের বিভিন্ন শাখায় তার অবদান ছিল অতুলনীয়।

তারা বলেন, তিনি আজীবন জমিয়তের কাজে সক্রিয় ভুমিকা পালন করেছেন।তাদের মুখলিসআনা তৎপরতার কারনে জমিয়ত আজ একটি মকবুল দল হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন হযরাতকে জান্নাতুল ফেরদাউস নছিব করেন।

উল্লেখ্য, গতকাল (শনিবার) রাত ১২টার দিকে বর্ষীয়ান এই আলেমে দীন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ভক্তঅনুরাগী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।

আজ (রোববার) বাদ আসর গোলাপগঞ্জের বারকোট মাদরাসা মাঠে বরেণ্য এই আলেমের জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন: আল্লামা বারকুটি হুজুরের জানাযা বাদ আসর

[ব্যবসা সংক্রান্ত হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন? ক্লিক করুন এখানে। ]

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ