রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

এবার লিখিতভাবে ক্ষমা চাইলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের ঘটনায় পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) কাছে ক্ষমা চেয়েছেন দেশটির হবু প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের(পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

গতকাল শুক্রবার (১০ আগস্ট) তার লিখিত ক্ষমার আবেদন গ্রহণ করে অভিযোগ তুলে নেয়ার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার সরদার মুহাম্মদ রাজা।

গত ২৫ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইসলামাবাদের একটি ভোটকেন্দ্রে প্রকাশ্যে তার ব্যালট পেপারে সিল মারেন পিটিআই চেয়ারম্যান।

এই ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে গঠিত চার সদস্যের একটি বেঞ্চে গতকাল বৃহস্পতিবার (৯ আগস্ট) ইমরানের বিরুদ্ধে ব্যালট গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের শুনানিতে তার পক্ষে লিখিত জবাব দেন আইনজীবী বাবর আওয়ান।

এতে বলা হয়, ইমরান ইচ্ছাকৃতভাবে তার ভোটটি দেখাননি এবং ব্যালট পেপারের ছবিটি তার সম্মতিতে তোলা হয়নি। মানুষের ভিড়ে ভোটিং স্ক্রিন নিচে পড়ে যায়। তখন ইমরান কী করবেন তা জানতে চান। তখন তাকে যা বলা হয় তিনি তাই করেন।

কিন্তু নির্বাচন কমিশন পিটিআই চেয়ারম্যানের লিখিত জবাবটি প্রত্যাখ্যান করে এবং তাকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলে। শুনানিটি শুক্রবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ গ্রহণের তারিখ আবারও পিছিয়েছে। শুরুতে ১১ আগস্ট শপথ নেয়ার কথা থাকলেও তিন দফা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট।

আরও পড়ুন: ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ