শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭


আজ দেয়া হচ্ছে ১৮ আগস্টের ট্রেনের টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঈদ উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে, সকাল ৮টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি, চলবে বিকেল ৪টা পর্যন্ত। আজ দেয়া হচ্ছে ১৮ আগস্টের টিকিট।

১০, ১১ ও ১২ আগস্ট দেয়া হবে ১৯, ২০ ও ২১ আগস্টের টিকিট। রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে হাজারো মানুষ। প্রতিটি কাউন্টারের সামনে থেকে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন চলে গেছে স্টেশনের বাইরে।

কালো বাজারে টিকিট বিক্রি রোধে তৎপর রয়েছে র‌্যাব, পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার সদস্যরা। ঈদযাত্রায় এবার কমলাপুর থেকে প্রতিদিন ৬৬টি ট্রেন ছেড়ে যাবে।

ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে, চলবে ১৯ আগস্ট পর্যন্ত। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম রেলস্টেশনেও ট্রেনের আগাম টিকিট দেয়া হচ্ছে। ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন যাত্রীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ