শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :

পরিবহন শ্রমিকরা ঢাকায় রিকশা চলাচলেও বাধা দিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিভিন্ন সড়কে  নিরাপত্তার অজুহাতে বাস চালানো বন্ধ রেখে রাস্তায় অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। রাস্তায় কোনো গাড়ি দেখলেই তারা থামিয়ে দিচ্ছেন। এমনকি রিকশাও চলতে দিচ্ছে না তারা।

আজ শুক্রবার সকাল ৯ থেকে রাজধানীর আভ্যন্তরীণ সকল পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করছে শ্রমিকরা। সকল প্রকার যানবাহনের পাশাপাশি রিকশা চলাচলেও বাধা দিচ্ছে তারা।

দেখা গেছে, সায়েদাবাদ এলাকায় শ্রমিকদের বাধার মুখে পড়ে রিকশা থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে।

অন্যদিকে মিরপুর-১১ নম্বরে সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলতে বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। তারা বলছেন, ‘শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আজ শুক্রবার মালিক সমিতি ধর্মঘট ডেকেছে।

কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের নেতা মো. কিরন হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা পাঁচ দিন ধরে গাড়ি চালাতে পারছি না।

দুর্ভোগতো আমাদেরও হচ্ছে। আমরা না খেয়ে মরব নাকি? আমাদের গাড়ি চলাচলে নিরাপত্তা দেওয়ার পর গাড়ি চলতে দেওয়া হবে।

যে কারণে পাকিস্তানে ব্যর্থ ইসলামি দলগুলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ