শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭


নির্বাচনবিরোধী প্রচারণার অভিযোগে জামালগঞ্জের ভাইস চেয়াম্যান কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহমদকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তিনি সরকারবিরোধী প্রচারণামূলক স্ট্যাটাস দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক রশীদ আহমদকে সোমবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতার বিষয়ে তার পরিবার দাবি করেছেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠসংলগ্ন খাদিমুল কুরআন মহিলা মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

গ্রেফতারের বিষয়ে পুলিশ জানায়, রশীদ আহমদ প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও প্রগতিশীল লেখক সাংস্কৃতিককর্মীদের বিরুদ্ধে উসকানিমূলক লেখা লিখেছেন।

সর্বশেষ তিনি সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্র করে ‘ঢাকা থেকে সিল মারা ব্যালট আসছে রাজশাহীতে’ এমন স্ট্যাটাস দেয়। যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।

এ বিষয়ে জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন থাকায় আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকালেই রশীদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সুনামগঞ্জ কোর্ট পরিদর্শক শীবেন্দ্র চন্দ্র দাশ বলেন, পুলিশ রশীদ আহমদকে সোমবার বিকালে আদালতে সোপর্দ করে। তবে তার পক্ষে আদালতে জামিন চাওয়া হয়নি বলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

‘নৌ মন্ত্রীর বক্তব্য সড়ক দুর্ঘটনার মাধ্যমে মানুষ হত্যার অনুমোদন’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ