রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

গরু ছোঁয়ার আগে মুসলমানদের ভাবা উচিত: বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বির্তকিত বিজেপি নেতা বিনয় কাতিয়ার গোরক্ষার নামে রাজস্থানের আলোয়ার জেলায় রকবান খান হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘গরুকে স্পর্শ করার আগে মুসলমানদের ভাবনা-চিন্তা করতে হবে। কারণ এর সঙ্গে সমগ্র হিন্দু সমাজ জড়িয়ে আছে। বহু মুসলিম রয়েছে যারা গরু পালন করে আবার প্রয়োজনে তাদের কেটেও ফেলে।’

এর আগে আলোয়ারে গোরক্ষার নামে যে হত্যাকাণ্ড হয়, সেই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিতর্কিত বক্তব্য পেশ করে বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা যত বাড়বে ততই এই ধরণের ঘটনাও বাড়বে।’

আর এই প্রসঙ্গেই আবারও বিদ্বেষপূর্ণ মন্তব্য করে ফের আলোচনায় এলেন বিনয় কাতিয়ার।

অন্যদিকে রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা রাজস্থান পুলিশের ভূমিকা প্রসঙ্গেই প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, তার সমর্থকেরা রকবান খানকে দু-চার ঘা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল, তারপর পুলিশ কী করেছে তার জানা নেই।

এদিকে, গো হত্যায় নিষেধাজ্ঞা জারি না করলে গণপিটুনির মতো ঘটনা বন্ধ করা যাবে না বলে দাবি করেছেন বিজেপি নেতা টি রাজা সিং। এর আগে আলোয়ারের গণপিটুনির ঘটনা নিয়ে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গোরক্ষার নামে আলোয়ারের গণপিটুনির ঘটনা ঘটেছে। শুধু দেশে নয় বিশ্বের অন্যান্য দেশেও গরু হত্যা বন্ধ করা উচিত।’

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে টি রাজা বলেন, ‘মিডিয়াতে এই বিষয় নিয়ে খুব হইচই হচ্ছে। কিন্তু কেউ একবারও ভাবছে না কেন এই ধরনের ঘটনা ঘটছে৷ আগের ভিডিওতে আমি কোনো ভুল কথা বলিনি। গো-হত্যা বন্ধ না হলে গণপিটুনির মতো ঘটনা বন্ধ করা যাবে না। দরকার হলে আইন করে এটা বন্ধ করতে হবে।’

আরও পড়ুন: মুসলিম নয়, ভারতে গরুদের বাঁচার অধিকার আছে: ওআইসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ