শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

কে এই গ্রেফতারকৃত মাওলানা অারশাদ কাসেমী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: ভারতে টেলিভিশনের লাইভ টকশোতে নারী আলোচকের গায়ে হাত তোলার দায়ে মওলানা এজাজ আরশাদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১৮ জুলাই) জি হিন্দুস্তান চ্যানেলের অভিযোগের প্রেক্ষিতে ওই চ্যানেলের অফিস থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মওলানা এজাজ আরশাদ কাসেমী ভারতের বিভিন্ন টেলিভিশন টক শো নিয়মিত আলোচনা করে থাকেন। গতকাল জি হিন্দুস্তান টেলিভিশনের লাইভ টকশোতে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। তার সঙ্গে ডাকা হয় নারী অধিকারকর্মী এবং সুপ্রিমকোর্টের আইনজীবী ফারাহ ফাইজকে।

মুসলিমদের 'তিন তালাক' তালাক নিয়ে বিতর্কের এক পর্যায়ে দু'জন উত্তেজিত হয়ে পড়েন। তবে এই নারী আইনজীবী মওলানা কাসেমীকে থাপ্পড় মারলে, মাওলানা কাসেমীও তাকে  চড় মারেন।  ঘটনার পর চ্যানেল কর্তপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ওই অফিস থেকেই মওলানাকে গ্রেপ্তার করা হয়।

ফাতওয়া অনলাইন ডটকমের তথ্য অনুযায়ী, মাওলানা এজাজ আরশাদ কাসেমীকে ভারতীয় মুসলিমদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হয়। তিনি ঊর্দূ সাহিত্য, ইসলামিক ফিকাহ এবং তাফসির বিষয়ের বিশেষজ্ঞ বলে ওয়েবসাইটটি দাবি করেছে।

মাওলানা কাসেমী অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড-এর সদস্য হওয়ার সাথে সাথে  দীর্ঘ দিন থেকে বিভিন্ন টকশোতে আলোচনা করে একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি পেয়েছেন।

তিনি ড. জাকির নায়েক প্রতিষ্ঠিত পিচ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী। যেখান থেকে ফাতওয়া অনলাইন নামক ওয়েব সাইটটি পরিচালিত হয়ে থাকে।

এছাড়াও তিনি ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ওয়েব ইডিটর এবং মিডিয়া এডভাইজার হিসেবে কাজ করেছেন।  মাওলানা এজাজ আরশাদ কাসেমী  একাধিক পুস্তক রচনা করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ