শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭


আওয়ামী লীগ যুগে যুগেই ষড়যন্ত্রের শিকার হয়েছে: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগ যুগে যুগেই ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের প্রবল প্রতিরোধেই এই ষড়যন্ত্রকারীরা ভেসে গেছে। তবে এখনো ষড়যন্ত্র চলছে। চোখ-কান খোলা রাখবেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা ছিল বলেই আজ বাংলাদেশের এত উন্নয়ন। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

সভায় কামরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের নামে যে কোটা আন্দোলন শুরু হয়েছে, বুঝতে হবে এর নাটের গুরু কারা? এদের উদ্দেশ্য কি? মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে আজ বিএনপি ’৭১ এর পরাজিত শক্তির সঙ্গে জোট বেঁধেছে। এদের মোকাবিলার জন্য মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরাই যথেষ্ট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ