শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

মশিউরের মুক্তির দাবিতে ঢাবি ক্লাসরুমে শিক্ষার্থীদের তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমানের মুক্তির দাবিতে বিভাগের ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছেন উক্ত বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার সকালে সামাজিক বিজ্ঞান ভবনের ৫১৪, ৫১৫, ৫১৬, ৫১৭ নম্বর রুমে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

মশিউরের এক সহপাঠি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মশিউরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন ধরে আমরা ক্লাস বর্জন করছি। আজ সকালে এসে ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে আমাদের বিভাগের শিক্ষার্থীরা। রোববারের মধ্যে মশিউরের মুক্তি না হলে আবার রাস্তায় নামবে বিভাগের শিক্ষার্থীরা।’

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম চ্যানেল আই অনলাইনকে বলেন, শিক্ষার্থীরা ক্লাস করবে কি করবে না সেটা তাদের ইচ্ছা। আমরা তো আর তাদের মত প্রকাশে বাধা দিতে পারি না।

‘‘মশিউরের মুক্তির বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। কারণ সে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে তো একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে সব নিয়ম সম্পন্ন করেই বিশ্ববিদ্যালয়ে এসেছে। তার বিষয়টি তাদেরই দেখার কথা।’’

তিনি জানান, ‘আমি শিক্ষার্থীদের বলেছি, তাদের কী কী দাবি আছে তা আমার কাছে লিখিতভাবে দেয়ার জন্য। আমি সেগুলো প্রক্টরের কাছে পাঠাবো।’

গত ৫ জুলাই মানববন্ধনে শিক্ষার্থীরা ঘোষণা দেন, মশিউরকে ফেরত না পাওয়া পর্যন্ত ক্লাস বর্জন করবেন তারা।

আরও পড়ুন : ধর্ম নিয়ে বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ