শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

পৃথিবীর আদর্শিক কোন আন্দোলন ব্যর্থ হয় না: ড. খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরেণ্য শিক্ষাবিদ, বিদগ্ধ ইসলামি চিন্তাবিদ,বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শোষণহীন, আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি বিপ্লবের বিকল্প নেই।

ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ প্রতিষ্ঠাকাল থেকে সেই মহান অভিপ্রায়ে ঈমানি চেতনাসমৃদ্ধ, যোগ্য, নিবেদিতপ্রাণ সৈনিক গড়ে তোলার প্রয়াস অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় সকল বাধার প্রাচীর ডিঙ্গিয়ে অভিষ্ঠ লক্ষ্যপানে এগিয়ে
যেতে হবে।

হতাশ হওয়ার কোনো কারণ নেই। এ সংগঠনের আদর্শিক কর্মীরাই ইসলামি বিপ্লব তরান্বিত করণে নবদিগন্ত উন্মেচন করবে ইনশাআল্লাহ।

তিনি উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কেন্দ্রীয় কর্মপরিষদ আয়োজিত নবীন-প্রবীন ঈদ পূনর্মিলনী ও প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর আদর্শিক কোন আন্দোলন ব্যর্থ হয় না। ইসলামী ছাত্রসমাজ এ দেশের ছাত্রজনতার অধিকার আদায়ে যে সংগ্রাম করেছে তার সফলতাই এর জ্বলন্ত প্রমাণ। কওমী মাদরাসা দাওরায়ে হাদীসের সনদের সরকারী স্বীকৃতি এ সংগঠনের ধারাবাহিক আন্দোলনের ফসল। এসব সাফল্যে অনুপ্রাণিত হয়ে গঠনমূলক প্রয়াস চালিয়ে যেতে হবে।

ঐতিহ্যবাহী এ সংগঠনের সোনালী ইতিহাসের আলোকিত প্রাক্তন নেতৃবৃন্দ ও বর্তমান তারুণ্যদীপ্ত নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত প্রাণবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল-মাসউদ খান।

রাজধানীর ভোজন রেস্টুরেন্টে ১ জুলাই, রবিবার বিকেলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী।

মহাসচিব আতিকুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগর নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী ছাত্রসমাজের প্রাক্তন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ খান, সাবেক কেন্দ্রীয় নেতা এস. মোহাম্মদ হোসেন, মাওলানা আতিকুর রহমান ছিদ্দিকী, মুহাম্মদ আরশাদ, সবার খবর সম্পাদক মাওলানা আব্দুল গফফার, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা মাতলুবুর রহমান, মাওলানা মুসাদ্দিকুল মওলা, মাওলানা রাশেদুল ইসলাম, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন খান, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সংগঠন সচিব বিএম আমির জিহাদী, ঢাকা মহানগর সভাপতি এহতেশামুল হক সাখী, সাধারণ সম্পাদক হামিদুল হক শরীফ, চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ ওয়াহিদুল্লাহ, সাধারণ সম্পাদক খান মাহমুদ ঈসা, ছাত্রনেতা ফয়েজ আহমদ, আসাদ উল্লাহ, মোস্তফা বিন হোসাইন,রফিকুল ইসলাম প্রমুখ

শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী।

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মুফতি ফয়জুল করীম

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ