শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

‘যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষকদের বিদ্যালয়ে ফিরিয়ে নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে নন এমপিও স্কুল, মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষকদের পূর্ণমর্যাদা দিয়ে তাদের বিদ্যালয়ে পাঠ দানের সুযোগ করে দিতে হবে।

বর্তমানে বাংলাদেশে ৫২৪২টি শিক্ষা প্রতিষ্ঠান আছে যার প্রায় ৭৫ থেকে ৮০হাজার শিক্ষক, কর্মচারী এমপিওভুক্ত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবেতর জীবন যাপন করছে। তাদের অধিকার ফিরিয়ে দিয়ে বিদ্যালয়ে পাঠ দানের সুযোগ করেদিতে হবে।

এমপিওভুক্তির দাবিতে প্রায় ৯৫ জন শিক্ষক অসুস্থ হয়েছে, কিন্তু আমরা সরকারে পক্ষ থেকে কোন সংবাদ শুনতে পাচ্ছি না। এটা একটি দেশের জন্য কল্যাণ হতে পারে না।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহা. এবিএম জাকারিয়া এর সঞ্চালনায় কেন্দ্রীয় ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, পাঁচ ভাগ ইনক্রিমেন্ট , অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসরভাতা দ্রুত পরিশধের জন্য সরকারের প্রতি আহবান জানান।

মুসলিম দেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের যে অপচেষ্টা চলছে তা মেনে নেয়া হবে না।

বৈঠকে আরও উপস্তিত ছিলেন, অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক সুলতান মাহমুদ, প্রভাষক মুহা. আব্দুস সবুর,অধ্যক্ষ মাও. ওয়ালিউল্লাহ, মুহা. হুমায়ুন কবির,মুহা. আব্দুল হান্নান প্রমুখ।

বৃষ্টি বাদলেও থেমে নেই নন-এমপিও শিক্ষকদের অনশন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ