সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

খাবার পানিতে বিষ মিশিয়ে মাদরাসার ৪০ শিশু শিক্ষার্থীকে হত্যাচেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাবার পানিতে বিষ মিশিয়ে মাদরাসা শিক্ষার্থীদের হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ভোলার চরফ্যাশনের চকবাজার ফয়জুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

জানা যায়, মাদরাসা ছাত্ররা কলস থেকে বিষ মেশানো পানি পান করে। এতে আট শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছে, সাইফুল (১২), সাকিব (১২), হাবিব (১১), লিমন (১৩), মেহেদী (৮), জাহিদুল (১২) এবং ফারুক (১২),মেহেদি হাসান (১২)।

চকবাজার ফয়জুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদরাসায় ৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। যাদের মধ্যে ৪০ জন আবাসিক বাকিরা অনাবাসিক। শিক্ষার্থীরা সবাই শিশু যারা নুরানি ও হিফজখানার ছাত্র।

মাদরাসা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার মাগরিব নামাজের আগে মাদরাসাসংলগ্ন নলকূপ থেকে কলসিতে করে পানি এনে মাদরাসায় রেখে মাদরাসাসংলগ্ন মসজিদে নামাজ পড়তে যায় তারা। নামাজ শেষে মাদরাসায় ফিরে শিক্ষার্থীরা কলস থেকে পানি পান করে একজনের পর একজন করে আটজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ডা. শাহিনারা জানান, শিক্ষার্থীরা বিষক্রিয়ায় আক্রান্ত। পেট থেকে বিষ অপসারণ করা হয়েছে। তারা নিবির পর্যবেক্ষণের মধ্যে রয়েছে।

মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আবদুজ জাহের জানান, কে বা কারা শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে কলসের খাবার পানিতে বিষ মিশিয়ে রেখে গেছে এখনো জানতে পারিনি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এভাবে শিশুদের কেন হত্যার চেষ্টা করা হলো তাও বুঝতে পারছি না।

চরফ্যাশন থানার ওসি মু. এনামুল হক জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নানুপুর মাদরাসার নতুন শাইখুল হাদিস মুফতি কুতুব উদ্দীন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ