শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাধ্যতামূলক সেনা নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে ২ লাখ ইহুদির বিক্ষোভ চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নিয়ে বেফাকের বিশেষ বিজ্ঞপ্তি চীনের চিকিৎসার আপডেট জানালেন মাওলানা ইনআমুল হাসান ফারুকী মানুষ এখন চায় ইসলামি শক্তি ক্ষমতায় আসুক: গাজী আতাউর রহমান লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ সহকারী প্রধান শিক্ষকের ঘুষিতে নারী শিক্ষক আহত, সাতদিনেও মেলেনি বিচার সৎ, বিশ্বস্ত ও আলেম নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে: মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম তোমাকে খুব মনে পড়ে মা

মাদক কারবারে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৫০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানির সঙ্গে জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর ২৫০ সদস্যকে চিহ্নিত করা হয়েছে।

একাধিক গোয়েন্দা সংস্থার গোপন তদন্তের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এই ২৫০ সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।

মাদকসহ বিভিন্ন চোরাচালানে জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর ২৫০ সদস্যের মধ্যে ৭৭ জনের নামের তালিকাসহ পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশ সুপারদের (এসপি) কাছে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দপ্তর থেকে এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২৫০ জনের মধ্যে ১৮১ জনের প্রদত্ত ঠিকানা এখনো পাওয়া যায়নি।

তাদের খুঁজে বের করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এছাড়া ২৫০ জনের মধ্যে ইতোমধ্যে দুই জন মারা গেছেন, ১১ জন জেলহাজতে আছেন এবং ৩ জন প্রবাসে রয়েছেন।

মাদক ব্যবসায় জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হলেন- সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলার রাসন আলী, দিনাজপুর জেলার হাকিমপুরের মাসুদ রানা, বিরামপুরের মো. দুলাল, মো. মিজান, মো. শাহিল, নূরজামাল মণ্ডল।

ওবলু মণ্ডল, লালমনিরহাট জেলার হাতিবান্ধার বুলু মিয়া, ফায়জুর মিয়া, কালিগঞ্জের মল্লিক মিয়া, সুজন ইসলাম, লালমনিরহাট সদরের দুলাল মিয়া, মইন, শামিম, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির ইনামুল, মায়দুল মিয়া, মোতালয় আলী, কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল কালাম, আবু হামিদ, আবু রশিদ, অসিম মিয়া, বাবুল মিয়া।

দেলোয়ার হোসেন, ইব্রাহিম মিয়া, জাফর মিয়া, জুয়েল মিয়া, জয়াল মিয়া, কামাল মিয়া, মো. কাসিম, মো. শাহজালাল মিয়া, মো. শোহাজ মিয়া, মো. ইউসুফ আলী, শাহজাহান, সাইফুল মিয়া (বাবুচি গ্রাম), সাইফুল মিয়া (নোভাপুর গ্রাম), স্বপন মিয়া, শোবিব মিয়া, ফেনীর পরশুরামপাড়ার অজিত মিয়া, নূর আহমেদ, নূর মোহাম্মদ, পরশুরামের আজিজ মিয়া, ইউনিস মিয়া।

ফুলগাজির হারুন মিয়া, জসিম মিয়া, রিপন মিয়া, সাহিল মিয়া, শরীফ মিয়া, কুড়িগ্রামের রৌমারির ফজলু, হাকিম, মনজু মিয়া, শিদুর, জামালপুর সদরের আজাদ ভাটিয়া, চৌডাঙ্গার মিঠুন।

সোনা চোরাচালানে জড়িতদের মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের হাসান শেখ, হিমেল রহমান, জায়রুল শেখ, বাবু শেখ।

এছাড়া বিভিন্ন চোরাচালানে জড়িতদের মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইব্রাহিম শেখ, হাবিল, লালু শেখ, কুড়িগ্রামের মাদারগঞ্জের আইয়ুব আলী, রৌমারির ফরিদুল, ভূরুঙ্গামারির কুলবার হোসেন, রহিম বাশা, রৌমারির মহিরুল, আনিজামাল, সবির শেখ, লালমনিরহাট জেলার হাতিবান্ধার আনোয়ার মিয়া, সুদর্শন বর্মন।

কুড়িগ্রামের ফুলবাড়ির ফুল বাবু, হবিগঞ্জের মাধবপুরের লাওয়া মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরের নাসির মিয়া, সিলেটের গোয়াইনঘাটের বাবু পার্থ ও রনি পার্থ, ফেনীর পরশুরামপাড়ার রিপন মিয়া, কুড়িগ্রামের রৌমারির সালাম।

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ