বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফতাবনগর মাদরাসায় সিরাতুন্নবী সা. মাহফিল কাল প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ আলোকিত সাইকেল পথ: পরিবেশবান্ধব প্রযুক্তিতে পোল্যান্ডের অনন্য উদ্যোগ ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার দাবি প্রেশার কখন মাপা উত্তম: স্বাস্থ্য সচেতনতায় সঠিক সময়ের গুরুত্ব ‘তরুণদের মধ্যে প্রবীণদের উপেক্ষার প্রবণতাটা খারাপ’  নওমুসলিমের হৃদয়ছোঁয়া গল্প : আলোকের পথে আত্মিক যাত্রা (প্রথম পর্ব) মরচে পড়া লোহা ও টিটেনাস: আতঙ্কের কারণ কী? আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ  স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন নজরুলের ইসলামি চেতনার পাঁচটি কবিতা

তিন সিটিতে ২২ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তিন সিটিতে মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত মোট ২২ জন মেয়রপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

বরিশাল সিটি নির্বাচনে ৭ জন মেয়রপ্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। এরা হলেন, আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপির সাবেক এমপি অ্যাড. মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, সিপিবির অ্যাড. একে আজাদ, বাসদের ডা. মনীষা চক্রবর্তী এবং জাপার বিদ্রোহী প্রার্থী বশিল আহম্মেদ ঝুনু।

এছাড়াও ৩০টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত আসনের বিপরীতে প্রায় ৮০ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থি বদর উদ্দিন আহমদ কামরান, জামায়াত মহানগর আমীর এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মহানগর শাখার সেক্রেটারী বদরুজ্জামান সেলিম, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিপিবি-বাসদের আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী কাজী জসিম উদ্দিন ও মোক্তাদির হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে আরিফ, কামরান, সেলিমসহ ৭ জন বৃহস্পতিবার এবং জুবায়ের ও মোয়াজ্জেম হোসেন বুধবার মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রাজশাহীতে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শফিকুল ইসলাম, জাতীয় পার্টির (এরশাদ) ওয়াসিউর রহমান দোলন, হাবিবুর রহমান (স্বতন্ত্র), গণসংহতি আন্দোলনের (স্বতস্ত্র) অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।

এছাড়া রাসিকের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৭৩ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৫২ জন নারী মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থিতার জন্য এই তিন সিটি করপোরেশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ২৮ জুন। যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই।

আরও পড়ুন : তিন সিটিতে আ.লীগের মেয়রপ্রার্থী লিটন, কামরান ও সাদিক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ