শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায় এই দেশ সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা ৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

কোন মাদরাসায় ভর্তি হবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জাবের কাসেমী

১৪৩৯/৪০ হিজরি শিক্ষা বর্ষের কওমি মাদরাসা সমুহের ভর্তির সূচনা হচ্ছে আগামী শনিবার থেকে ৷ ঢাকাসহ দেশের অধিকাংশ কওমি মাদরাসা খুলছে শনিবারে ৷ ছাত্ররা যে যার এলাকা থেকে ইলম অন্বেষণে ছুটছে মাদরাসা পানে ৷

কিছু তালিবুল ইলম তাদের পুরাতন মাদরাসায় হবে৷ কিছু তালিবুল নতুন মাদরাসা তালাশ করবে৷ কিছু মাদরাসা ছাত্র তালাশ করবে ৷ এ অবস্থায় একজন তালিবুল ইলমের জন্য আসলে কোন মাদরাসা উপযুক্ত তা নির্ণয় করা খুবই কঠিন ৷

অনেক তালিবুল ইলম এ সময় তার মত আরেকজন আনাড়ি ছাত্রের পরামর্শে এমন প্রতিষ্ঠান নির্বাচন করে, যা শেষ পর্যন্ত তার জন্য সুখকর হয় না৷

এ জন্য সব ছাত্রকে প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে ওয়ালিদে মুহতারাম আল্লামা নূর হোছাইন কাসেমী তিনটি বিষয়ে খেয়াল রাখতে বলেন-

১. সোহবতে আহলে দিল৷ অর্থাৎ একজন ছাত্র যে প্রতিষ্ঠানে যাবে সেখানে যেন কমপক্ষে সে একজন আল্লাহ ওয়ালা ও নিসবত ওয়ালা বুযুর্গকে পায়৷ যার সোহবতে ছাত্রদের বাহ্যিক ও অভ্যন্তরিণ পরিবর্তন হয়৷

২. তালিম ও তরবিয়ত ৷ তালিম বলতে আমরা কী বুঝি? মাদরাসার পক্ষ থেকে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এভাবে শেষ পর্যন্ত যা পড়ানো হবে সেটা তালিম৷

আমার উস্তাজে মুহতারাম শায়খুল হাদীস যাকারিয়া রহ. বলেন, তালিম হল যে কোনো কিতাবকে উস্তাজ শুরুতে এই পন্থায় পড়াবে যে, বাকি কিতাব সে নিজেই ওই পন্থায় পড়ে শেষ করতে পারে ৷

তরবিয়ত বলতে কী বুঝি? ছাত্রদেরকে নিজের মতের বিরুদ্ধে গেলেই বকাঝকা! আল্লাহ হেফাজত করুন ৷ তরবিয়ত বলতে ছাত্রের খেলাফে শরা আদত যেন ইবাদতে পরিবর্তন হয় উস্তাজের দিক নির্দেশনায় ৷

কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ: কোথায় কখন ভর্তি

৩. মুতালাআ৷ মাদরাসায় মুতালাআর খোরাক দেয়ার জন্য বিজ্ঞ উস্তাজ আছেন কিনা খেয়াল করা৷ পর্যাপ্ত কিতাবের ব্যবস্থা আছে কিনা খেয়াল করা৷

উপরোক্ত তিনটি বিষয় যে প্রতিষ্ঠানে রয়েছে সে প্রতিষ্ঠানকে ছাত্ররা নিজের জন্য মুনাসিব করতে পারে৷ চাই সে প্রতিষ্ঠান মফস্বলে হোক বা গ্রামে হোক৷

আর যে প্রতিষ্ঠানে উপরোক্ত ব্যবস্থা থাকার পর ও ছাত্ররা প্রতিষ্ঠান পরিবর্তন করে তারা আল্লাহ তায়ালার নিয়ামতের বে কদরি করে ৷ আল্লাহ তায়ালা সকলকে নিয়ামতের কদর করার তাওফিক দান করুন৷

লেখক: সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়া মানিকনগর, ঢাকা। 

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ