সোমবার, ১১ আগস্ট ২০২৫ ।। ২৭ শ্রাবণ ১৪৩২ ।। ১৭ সফর ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১ আহত ৭ গাজা সিটি দখল পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে কাল, থাকছে ষাট গম্বুজ মসজিদের ছবি হজ ব্যবস্থাপনাকে ব্যবসা হিসেবে দেখি না: আয়েশা চৌধুরী ৩৩ বছরের ইমামের বিদায়ে কাঁদলেন এলাকাবাসী, দিলেন পাঁচ লক্ষাধিক টাকা কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে লক্ষাধিক লোক জমায়েতের টার্গেট বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মঈনুল, সম্পাদক আমিরুল ইসলাম ‘নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখার মতো’ জুলাই সনদ ইস্যুতে বিশেষজ্ঞ মতামত নিল ঐকমত্য কমিশন

ইমাম শাফেয়ী রহ.-এর অমূল্য ১০ কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

ইমাম শাফেয়ী রহ.-এর পুরো নাম মোহাম্মদ ইবনে ইদ্রিস ইবনে আব্বাস ইবনে উসমান ইবনে শাফেয়ী।তিনি ১৫০ হিজরী মোতাবেক ৭৬৭ সালে ফিলিস্তিনের  গাজায় জন্মগ্রহণ করেন। দু’বছর বয়সে তিনি মক্কায় চলে যান।

সেখানে তিনি শৈশবকালে আল-কুরআন হেফয করেন এবং মাত্র ১০ বছর বয়সে ইমাম মালেক রহ.-এর ‘মুওয়াত্তা’ হাদীসের গ্রন্থটি মুখস্থ করেন। পনেরো বছর বয়সে তিনি ফতোওয়া দেওয়া আরম্ভ করেন। ইতিহাসের পাতায় ইমাম শাফেয়ী এক উজ্জল নক্ষত্রে নাম হয়ে আছে। আসুন, এই মহান মণীষীর অমূল্য ১০ টি বাণী জেনে নেওয়া যাক।

১. যাকে আল্লাহভীতি দান করে সম্মানিত করা হয়নি তার আর কোনো সম্মানই নেই।

২.  যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে। তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা কিছু আমার পাওয়া হয়না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিলো না।

৩. দায়িত্ব বেড়ে যাবার আগেই তোমার ইবাদাতের পরিমাণ বাড়িয়ে দাও। কেননা একদিন এমন সময় আসবে যখন যথেষ্ট ইবাদাত করার মতন সময় পাবে না।

৪. কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তাহলে নিজের পাপগুলোর ব্যাপারে উদ্বেগ তাকে অন্যদের দোষ-ত্রুটি ধরা থেকে বিরত রাখবে।

৫. তিনিই জ্ঞানবান যার মন তাকে সকল বেইজ্জতি থেকে নিয়ন্ত্রিত রাখে।

৬. যে আপনার জন্য অন্যদের নামে গীবত করে, সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে।

৭. কেউ বন্ধু হওয়ার একটি প্রমাণ হচ্ছে তার বন্ধুটির যে বন্ধু থাকে তারও বন্ধু হওয়া।

৮. হাজার জন জ্ঞানীর সাথে যুক্তিতর্কে হয়তো আমি জিতে যাব, কিন্তু একজন মূর্খের সাথে আমি কখনোই পেরে উঠবো না।

৯. যে ব্যক্তি দাবী করে যে, সে এই দুনিয়া ও তার স্রষ্টাকে একই সাথে ভালবাসে সে আসলে মিথ্যা কথা বলে।

১০. আল্লাহকে যারা ভালোবাসেনা, তাদেরকে ভালোবাসবেন না। তারা যদি আল্লাহকে ছেড়ে থাকতে পারে, তারা আপনাকে ছেড়ে চলে যাবে।

আরও পড়ুন : মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা.! তিনি কে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ