মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

তায়েফে বন্দুকধারীদের হামলায় ১ পুলিশ নিহত; কয়েক সেনা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: সৌদি আরবের পশ্চিম তায়েফে একটি সামরিক বাসে দু’জন বন্দুকধারীর হামলায় কয়েকজন সৌদি সামরিক অফিসার আহত হয়েছে। এর আগে ওই দু’জন বন্দুকধারী একজন পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি চুরি করে।

সৌদি পত্রিকা সাবাক জানিয়েছে, দু’জন হামলাকারী তায়েফে সৌদি জাতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে গুলি বিনিময় করে। এর আগে তারা একজন পুলিশ অফিসারকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি চুরি করে। সেই পুলিস সদস্য (ডেপুটি সার্জেন্ট আব্দুল্লাহ মাশারী আল কুরাশী) তখন তায়েফের সড়কে ট্রাফিক কন্ট্রোল করছিলেন।

হামলাকারীদের একজন তাকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এই আঘাতের কারণে তার মৃত্যু হয়।

সাবাক জানায়, সেনাসদস্যরা একজন হামলাকারীকে আটক করেছে, অপরজন পালিয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হামলার বিক্ষিপ্ত কিছু দৃশ্য দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়।

কেউ এখনো হামলাটির দায় দায়িত্ব স্বীকার করে নি। কিন্তু এর আগে আইএস ও আল কায়েদা দেশটির সামরিক বাহিনীর ওপর হামলার আহ্বান জানিয়েছিলো।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন গর্ভনিরোধক ব্যবস্থা মুসলিম পরিবারের জন্য নয়: এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ