মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রথমে আমাকে ‘ফজু পাগলা’ বলেছে মুফতি আমির হামজা তুরস্কে আন্তর্জাতিক স্কলার সম্মেলনে জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদ কারাগার থেকে রাজপথে, জনগণের আস্থায় খান মনিরুল ইসলাম সিরাতের আলোকে সমাজ গঠন করতে হবে: ধর্ম উপদেষ্টা ঢাকা-১৮ আসন বিভক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন মাওলানা যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত  রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্যসহ ১১ দেশ বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান হিজাব ও দাড়ি নিয়ে বৈষম্য, জড়িতদের শাস্তি দাবি হেফাজতের প্রধান নির্বাচন কমিশনারের আচরণ প্রশ্নবিদ্ধ : পীর সাহেব চরমোনাই

এ কেমন সেলফি বেমো, বৃদ্ধাটি পুড়েই গেল দাউদাউ আগুনে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আম্মার সাদিক: বৃদ্ধার শরীরে আগুন। প্রতিবেশীরা সে দৃশ্য ক্যামেরাবন্দী করছেন। যেন একটা মজার দৃশ্য পেয়ে গেছেন তারা। আর এদিকে বৃদ্ধা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। এতো এতো মানুষ ছবি তুলছেন, একবারও মনে হলো না, বৃদ্ধাটিকে বাঁচানো দরকার।

এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে। কলকাতার উলুবেড়িয়ার খলিশানি রামনগরের একদল সেলফি রোগীদের সত্যিকারের ঘটনা এটি।

অবসাদে শরীরে আগুন লাগিয়ে ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন, স্থানীয় পুলিশ এমনটি মনে করলেও যারা বৃদ্ধাকে এভাবে পুড়তে দিল তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যদিও কথিত তদন্ত শুরু করার কথা বলেছেন তারা।

এদিকে নিহতের পরিবার অভিযোগের সুরে বলছেন, ভোর ৫টা নাগাদ ধোঁয়া দেখা গিয়েছিল ছাদে। প্রতিবেশীদের চিৎকারে পরিবারের লোকজন ছাদে উঠে দেখেন পুড়ে কালো হয়ে গিয়েছেন মিনা পাঁজা (৬৫)। কিন্তু তাকে উদ্ধার না করে পাড়ার কয়েকজন যুবক মোবাইলে মিনাদেবীর পুড়ে যাওয়ার ছবি তুলে রেখেছিলেন।

বড় বৌমা পাপড়ি পাঁজা বলেন, ভোরে প্রথম ছাদে উঠে দেখি অনেকে ছবি তুলছেন। তারা শুধু ছবিই তুললেন। বৃদ্ধাটিকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে এলেন না। তারা তো এগিয়ে আসতে পারতেন। ছবি না তুলে তারা তো গিয়ে বাঁচানোর চেষ্টা করতে পারতেন।

পরিবারের দাবি, মাস ছয়েক আগে মৃত্যু হয়েছে মিনাদেবীর স্বামী কাশীনাথ পাঁজার। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন মিনাদেবী। শারীরিক অসুস্থতাও ছিল। সে কারণে এর আগে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

চলছে ইসরাইল ইরানের পাল্টাপাল্টি হামলা
বহুল আলোচিত ট্রাম্প ও কিমের বৈঠক ১২ মে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ