মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপির প্রার্থী তালিকায় নেই প্রভাবশালী অনেকের নাম প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম

৬ দিন ব্যাপী দীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ৬ দিন ব্যাপী দীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স ৩মে থেকে ৮মে পর্যন্ত আয়োজন করা হয়েছে হযরত আয়েশা রা. জামে মসজিদ উত্তরা ১৪ সেক্টর ২১ রোড ঢাকা।

মুহাককিক উলামায়ে কেরামের দীর্ঘ গবেষণায় রচিত উন্নত বিশ্বের দেশগুলােতে সমাদৃত ২০ ভাষায় অনুদিত দীনিয়াত মাকতাব কোর্সের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণের বিষয়সমুহ ১.দীনিয়াত মাকতাবের নেযাম ২.দীনিয়াত মাকতাবের নেসাব ৩.দীনিয়াত মাকতাবের তরীকায়ে তালিম ৪. দীনিয়াত মাতাবের নেগরানী ৫.শিশু মনােবিজ্ঞান সম্পর্কে ধারণা ৬. একজন আদর্শ শিক্ষকের গুণাবলি ও তার পাঠদান পদ্ধতি ৭.ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

দীনিয়াত কর্তপক্ষ উলামায়ে কেরামকে উদ্দেশ্য করে লিখেন, মুহতারাম উলামায়ে কেরাম! বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহির শিক্ষা থেকে বঞ্চিত শতকরা ৯৮%জনগােষ্ঠির কাছে বিশুদ্ধ ইমান আকীদা ও দ্বীনের মৌলিক শিক্ষা পৌছে দেয়া এবং স্কুল কলেজ পড়ুয়া বর্তমান ও আগামী প্রজন্মকে নাস্থিকতা ও ধর্মদ্রোহিতার হাত থেকে রক্ষা করে তাদের মধ্যে ঈমানী চেতনা ও ইসলামী মূল্যবােধের বীজ বপন করা দীনি ও জাতীয় স্বার্থে আমাদের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য।

আমাদের আকাবিরদের দৃষ্টিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে সহজও কার্যকর পদ্ধতি হলাে প্রতিটি এলাকায় আদর্শ মাতাব প্রতিষ্ঠা করা।

বর্তমান বিশ্বের বরেণ্য উলামায় কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ মাতাব শিক্ষাকে যুগের চাহিদা অনুপাতে সংস্কার, আধুনিকায়ন, সুষ্ঠুভাবে পরিচালনা এবং বয়স ভেদে ভিন্ন ভিন্ন সিলেবাসের মাধ্যমে সর্বশ্রেণীর মুসলমানদের কাছে দীনের। মৌলিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে তৈরী করেছেন দীনিয়াত মাঞ্জাব কোর্স।

প্রতিটি পাড়ায় মহল্লায় মাতাব প্রতিষ্ঠার মাধ্যমে। বর্তমান ও আগামী প্রজন্মের কাছে ইসলামের মৌলিক শিক্ষা পৌছে দেয়াই দীনিয়াতের উদ্দেশ্য। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন-০১৮২৩-২৯৫৪৯৪।

আরো পড়ুন- ‘২০৪১ সালে বাংলাদেশকে যেমন দেখতে চাই সে কাজ শুরু করেছি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ