বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


কুরআনের সাথে আদব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায

একজন মুসলমানের মনে স্বভাবিকভাবেই আল্লাহ তাআলার কালাম কুরআনে কারিমের আদব, তাজিম ও সম্মান থাকে। কুরআনের কথাকে সে সব কথার ওপরে স্থান দেয়। কুরআনের বিধি-বিধান ও হুকুম-আহকাম মেনে চলাও কুরানের প্রতি আদব বা সম্মান প্রদর্শনের অংশ। কুরআনের সাথে আদবের কয়েকটি প্রকার হতে পারে

১. পবিত্রতার সাথে কুরআন স্পর্শ করা। অপবিত্র অবস্থায় কুরআন না ধরা।
২. কুরআনের আয়াত ও তার শিক্ষা নিয়ে চিন্তা ও গবেষণা করা।
৩. কুরআনের বিধান মেনে নেওয়ার উদ্দেশ্যেই কুরআন তেলাওয়াত করা।
৪. ধীরে সুন্দর করে তেলাওয়াত করা, তেলাওয়াতে তাড়াহুড়া না করা।
৫. কুরআন শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য পৃথক সময় নিয়ে শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করা।
৬. নম্রভাবে খুশু খুজুর সাথে কুরআন তেলাওয়া করা।

এফএফ

আরো পড়ুন : ‘তুমি শেষ কবে এভাবে আত্মমগ্ন হয়ে কুরআন নিয়ে বসেছ?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ