মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হিজাব নিয়ে শিক্ষকের ‘বিতর্কিত’ মন্তব্য, বিক্ষোভে উত্তাল রাবি মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের ভোটের মাধ্যমে চাঁদাবাজ ও দখলবাজদের রুখে দিতে হবে: মুফতি ফয়জুল করীম রেজিস্ট্রেশনে বাদপড়া শিক্ষার্থীদের জন্য সময় বাড়াল মাদরাসা বোর্ড ‘পাঠ্যপুস্তক থেকে ইসলামবিরোধী বিষয় পুরোপুরি বাদ দিতে হবে’ ১৪৩ দিনে হাফেজ, ৯ বছরের আরফানকে সংবর্ধনা তৃণমূলে রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান ইসলামী আন্দোলন মহাসচিবের জাতির শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি: ইবনে শায়খুল হাদিস সাড়ে ৫০০ বছরের পুরোনো বাবা আদম শাহ মসজিদ তৃতীয় দিনে আফগান-পাকিস্তান শান্তি আলোচনা, ‘বোঝাপড়ার’ আহ্বান কাবুলের

কাল থেকে দারুল উলুম হাটহাজারীর সমাপনী পরীক্ষা: রুটিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

উপমহাদেশের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষা আগামীকাল ২৬ এপ্রিল ৯ শাবান বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

জামেয়ার শিক্ষাভবনের বিশাল হলরুমে প্রতিদিন সকাল ৯ টা থেকে পরীক্ষা চলবে দুপুর ১২ টা ৩০ মিনিট পর্যন্ত৷ ২৬ এপ্রিল থেকে শুরু পরীক্ষা শেষ হবে আগামী ৭ মে ২২ শাবান বুধবার৷

এদিকে জামেয়ার মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী স্বাক্ষরিত শিক্ষাপরিচালনা বিভাগ থেকে প্রকাশিত এক নোটিশে দৈনিক পরীক্ষার রুটিন জানানো হয়েছে৷

রুটিনে যা আছে : ২৬ এপ্রিল ৯ শাবান বৃহস্পতিবার

(১)মুয়াত্তা ইমাম মুহাম্মাদ (২) ইবনে কাসীর ২ য় (৩)কাওয়ায়ীদ ফী উলুমিল হাদীস

(৪)শরহু উকুদি রসমিল মুফতী (৫)খিয়ালী (৬) সুল্লামুল উলুম (৭)দিওয়ানে আলি রা. (৮) বাংলা প্রথম পত্র।

২৮ এপ্রিল ১১ শাবান শনিবার

(১) মুসলিম শরিফ (২) তাদরিবুর রাবি সানি (৩) তামরিন ইফতা সালে আওয়াল (৪) মিশকাত আওয়াল (৫) হেদায়া আওয়াল (৬) দিওয়ানে মুতানাব্বী (৭)আল-ফিরাকুল ইসলামিয়্যাহ
(৮) তাহরিরে নুরুল ইজাহ (৯) বাংলা ২য় পত্র।

২৯ এপ্রিল ১২ শাবান রবিবার

(১) তহাবি শরীফ (২) মুকাদ্দিমা ইবনুস সালাহ (৩) ইবনে কাসির আওয়াল (৪) সাবয়ে মুআল্লাকাত (৫) শরহে আকাইদ নসফি (৬) মাকামাত হারিরি (৭) তাহরিরে কুদুরি (৮) গণিত।

৩০ এপ্রিল ১৩ শাবান সোমবার

(১) বোখারি শরিফ আওয়াল (২) বাইযাবি শরিফ সানি (৩) তাদরিবুর রাবি আওয়াল (৪) উসুলে হাদিস (৫) দুররে মুখতার আওয়াল (৬) আল-মুখতারাত মিন আদাবিল আরাবি (৭) মুসাল্লামুছ ছুবুত (৮) মুনাযারাহ রশিদিয়্যাহ। (৯) সিরাজি (১০) শরহে জামি ইসম (১১) ইংরেজি ১ম পত্র।

১  মে ১৬ শাবান বৃহস্পতিবার

(১) আবু দাউদ শরিফ (২) বায়যাবি সুরা বাকারাহ (৩) তামরিন ইফতা সালে আওয়াল (৪) সুয়ারুম মিন হায়াতিস সাহাবা (৫) মিশকাত সানি (৬) হেদায়া সালেছ (৭) তাওজিহ (৮) হুসামি (৯) তাহরিরে শরহে বেকায়া (১০) আসবাবুল ইখতিলাফ মাআ আদাবিহি (১১) ইংরেজি ২ য় পত্র।

৩ মে ১৮ শাবান শনিবার

(১) ইবনে মাযাহ শরিফ (২) বায়যাবি ছালেছ (৩) ইসলাম কি একতেসাদি নেজাম (৪) উসুলুস সুরুখসি (৫) মিন কুনুজিচ্ছুন্নাহ (৬) মায়বুজি (৭) নুরুল আনওয়ার (পূর্ণ) (৯) নাফহাতুল আরব
(১০) দিওয়ানে হামাসাহ (১২) ইসলামের ইতিহাস।

৪ মে ১৯ শাবান, রবিবার

(১)তিরমিজি শরিফ (২) বায়যাবি আওয়াল (৩) আল আশবাহ ওন্নাযায়ের ফন্নে সানি (৪) মুজাক্কারাত ফিন নাহবি ওয়াচ্ছরফ (৫) আল মাসায়িলুল ফিকহিয়্যাহ (৬) জালালাইন শরিফ সানি (৭) হেদায়া সানি (৮) শরহে বেকায়া (৯) লামিয়াতুল মুজিজা (১০) ভাষান্তর।

৫ মে ২০ শাবান, সোমবার

(১) শামায়েলে তিরমিজি (২) তাফসিরে কাশশাফ (৩) আল আশবাহ ওন্নাজায়ের ফন্নে আওয়াল (৪) তামরিনে উসুলে হাদিস (সালে আওয়াল) (৫) আসালিবুল ইনশা (৬) জালালাইন শরিফ আওয়াল (৭) আত-তাকলিদ ওয়াল ইজতিহাদ (৮) মুখতাসারুল মাআনি ফন্নে আওয়াল (৯) দুরুসুল বালাগাত (১০) রচনা প্রতিযোগিতা।

৬ মে ২১ শাবান, মঙ্গলবার

(১) নাসায়ি শরিফ (২) তাফসিরে মাদারেক (৩) ফাওয়ায়েদ ফি-উলুমিল ফিকহি (৪) দিওয়ানে হামাসাহ (আদব) (৫) নুখবাতুল ফিকার (৬) হেদায়া রাবে (৭) কুতবি মাঅা মির (৮) মুতাওয়াল
(৯) তাহরিরে কানজ (১০) আল ফিকহুল হানাফি মাআ উসুলিদ দাওয়াহ।

৭ মে ২২ শাবান, বুধবার

(১) মুয়াত্তা ইমাম মালেক (২) আকিদাতুত্বহাবি (ইফতা ও জালালাইন সানি) (৩) তামরিনে উসুলে হাদিস সালে দুয়াম (৪) মুল্লা হাসান (৫) মুখতাসারুল মাআনি ফন্নে সানি ও সালেছ।

দাওরায়ে হাদিস পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ