বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

লাহোরে ওলামা কনফারেন্স; হারামাইন ও কুদস রক্ষার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: লাহোরে পাকিস্তান ওলামা কাউন্সিলের উদ্যোগে তৃতীয় পয়গামে ইসলাম কনফরেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার অনুষ্ঠিত এ কনফারেন্সে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিসহ পুরো পাকিস্তান থেকে হাজার হাজার ওলামা মাশায়েখ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, আরব ও মুসলিম দেশগুলোতে উগ্রপন্থী সন্ত্রাসীদের সাহায্য বন্ধ হওয়া উচিত।

উগ্রপন্থা, সন্ত্রাসবাদ এবং আরব ও মুসলিম দেশগুলোতে বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ওলামায়ে কেরাম।

তারা বলেন, হারামাইন শরিফাইন এবং কুদস রক্ষার জন্য বিশ্বব্যাপী আন্দোলন জোরদার করা দরকার।

আপনি বা কোনো আত্মীয় কি ইন্টারনেট ও মাদকাসক্তিতে ভুগছে?

কনফারেন্স থেকে আগামী জুমআতুল বিদার দিনকে হারমাইন ‘শরিফাইন ও আকসা দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কনফারেন্সে সভাপতিত্ব করেন ওলামা কাউন্সিলের কেন্দ্রীয় চেয়ারম্যান এবং বেফাকুল মাসাজিদ পাকিস্তানের প্রধান হাফেজ মুহাম্মাদ তাহির মাহমুদ আশরাফী।

কনফারেন্সে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, সৌদি আরবেরর ধর্ম মন্ত্রণালয়ের সেক্রেটারি শায়েখ তালাত আকিল, শায়েখ ডা. রাশেদ যাহেরানি, সৌদি রাষ্ট্রদূত নোয়াফ সাঈদ আল মালেকী, ফিলিস্তিনের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. মাহমুদ, ইসলামী ইউনিভার্সিটির প্রধান ডা. আহমদ ইউসুফ দরওয়িশ, মাওলানা আব্দুল হক মুজাহিদ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুহাম্মাদ আইয়ুব সফদর, কাজী মতিউল্লাহ সায়ীদী, মাওলানা আসাদুল্লাহ ফারুক প্রমূখ।

ডেইলি জঙ্গ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ