শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

আল্লামা সালেম কাসেমীর ইন্তেকালে আল্লামা আহমদ শফীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বর্তমান বিশ্বের খ্যাতিমান আলেমেদীন, ভারতের দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর প্রিন্সিপাল আল্লামা সালেম কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম হাটহাজারীর প্রিন্সিপাল আল্লামা আহমদ শফী।

শোকাবার্তায় আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী বলেন, মাওলানা সালেম কাসেমী হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহ. এর ছেলে। তিনি ছিলেন কারি সাহেবের জীবন্ত প্রতিচ্ছবি। বয়ান বক্তৃতায় তার তুলনা হয় না।

তিনি সারাটি জীবন ইসলামের জনই ব্যয় করেছেন। এ বরেণ্য আলেমের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা আহমদ শফী আরো বলেন, আল্লামা সালেম কাসেমী ছিলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর সর্বশেষ স্নেহধন্য ছাত্র। তিনি দীর্ঘ হায়াতে কওমি মাদরাসার অনেক বড় বড় খেদমত আঞ্জাম দিয়েছেন।

শীর্ষ এ আলেমের মৃত্যুতে ইসলামি অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। ইতিহাস তার কীর্তি স্মরণ রাখবে।

তিনি আরো বলেন, আল্লাহ তাআলা তার সকল খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।

প্রসঙ্গত, ভারতের দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর মহাপরিচালক, খতিবে ইসলাম মাওলানা সালেম কাসেমী ২২শে জমাদিউস সানী ১৩৪৪ হিজরী মুতাবেক ৮ ই জানুয়ারি 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ২৬শে রজব ১৪৩৯ হিজরী মুতাবেক ১৪ই এপ্রিল ২০১৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ