বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু মেগাস্টার রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, যা বলছে পুলিশ ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিরিয়ায় নারী শিশুদের ওপর বিষাক্ত গ্যাস হামলায় সৌদি উলামা কমিটির তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সিরিয়ার পূর্ব গৌতার দৌমা শহরে বাশার আল আসাদ সরকারের বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের উলামা কমিটি। তারা এ হামলাকে মানবতা বিধ্বংসী হামলা বলেও আখ্যায়িত করেন।

সৌদি গণামাধ্যমের বরাত দিয়ে ডেইলি পাকিস্তান জানিয়েছে, দৌমা শহরে বাশার বাহিনীর ওই ভয়াবহ রাসায়নিক গ্যাস হামলায় অন্তত ১০০ জন নিহত ও ৫ শতাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। নিহত আহতদের অধিকাংশই নারী শিশু।

দৌমা পূর্ব গৌতার সবচে বড় শহর। বাশার সরকারের হামলায় এখানকার মুসলমানরা চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে কাতরাচ্ছে। হাসপাতালগুলো রোগির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

নিরীহ নাগরিক বিশেষত নিষ্পাপ শিশুদের ওপর গ্যাস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এধরনের হামলা মানবতার চরম লংঘন। রাসায়নিক গ্যাস হামলা বিশ্বযুদ্ধ আইনে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবুও বাশার সরকার ওই গ্যাস ব্যবহার করেছে সিরিয়ার নিরীহ জনগণের ওপর।

সৌদি উলামা কমিটির পক্ষ থেকে জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, পৃথীবিতে এ ধরনের বিষাক্ত গ্যাস ব্যবহার সব জায়গায় কঠোরভাবে দমন করতে উদ্যোগ নিতে হবে। বাশার সরকাকে বিশ্ব আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। মানবাধিকার সংস্থাগুলোকে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভুমিকা পালন করা জরুরী।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ