বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু মেগাস্টার রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, যা বলছে পুলিশ ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাংবাদিকদের সঙ্গে ইশা ছাত্র আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পূর্ণ হতে চলছে। এদেশের মানুষ বুক ভরা স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিস্তু দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীন দেশে বসবাস করে মানুষ আজো স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। তার জ্বলন্ত প্রমাণ হল স্বাধীন দেশ হয়েও বিশ্বের ৫টি স্বৈরতান্ত্রিক দেশের মধ্যে একটিতে পরিণত হয়েছে।

আজ ৭ এপ্রিলবেলা ১২ টায় রাজধানীর নয়া পল্টনস্থ গোল্ডেন প্লেট রেস্টুরেন্টে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম-এর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ।

সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, সাংবাদিকরা হল দেশ ও জাতির দর্পন স্বরূপ। আপনাদের সৎ ইচ্ছা থাকলে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে এ ক্রান্তিলগ্নে দেশকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করতে পারেন।

আমরা আপনাদেরকে স্বাধীনতার পরবর্তী সময়ের দেশে যোগ্য কলম সৈনিক হিসেবে দেখতে চাই।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস. এম. এমদাদুল্লাহ ফাহাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচএম কাওছার আহমদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আবদুল জলিল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

‘সন্ত্রাসবাদীদের মুখেই আজ শান্তি প্রতিষ্ঠার মুখরোচক স্লোগান’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ