বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় মিশরেও প্রথম স্থান অধিকারী বাংলাদেশী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন বাংলাদেশী প্রতিনিধির মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম।
মিশরে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম প্রকাশ হয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৫০টি দেশের মোট ৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

সকল প্রতিযোগীদের পিছনে ফেলে অনারব দেশের প্রতিনিধিদের জন্য তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে প্রধান স্থানের অধিকারী হয়েছেন বাংলাদেশের কীর্তি সন্তান মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম।

এ সাফল্য অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আনুষ্ঠানিক ভাবে ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৪ বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। চার বিভাগের ফলাফল নীচে বর্ণনা করা হল:

আরব ও অনারবদের জন্য সপ্ত পন্থা বজায় রেখে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ
প্রথম স্থানের অধিকারী হয়েছেন, মিশরের প্রতিনিধি ইসমাইল ফুয়াদ ইসমাইল
দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন, মিশরের প্রতিনিধি মুহমুদ সায়িদ দায়াফুল্লাহ
তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন, কুয়েতের প্রতিনিধি ওমর ইউসুফ জাযায় ফাহাদ শায়লান

আরব ও অনারবদের জন্য কুরআন ভাবার্থ এবং সকল নিয়ম কানুন বজায় রেখে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ
প্রথম স্থানের অধিকারী হয়েছেন, আলজেরিয়ার প্রতিনিধি বলকাসেম খায়রুদ্দিন
দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন, নাইজেরিয়ার প্রতিনিধি হাসান মুজতাবা বাশির
তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন, জর্ডানের প্রতিনিধি জিহাদ ইউনুস আহমেদ জুমরা
চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন, বাহরাইনের প্রতিনিধি আব্দুর রহমান আব্দুল্লাহ হাসান

অনারবদের জন্য তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ:

প্রথম স্থানের অধিকারী হয়েছেন, বাংলাদেশের প্রতিনিধি মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম
দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন, কেনিয়ার প্রতিনিধি হইসাম সাক্বার আহমাদ
তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন, তাজিকিস্তানের প্রতিনিধি মুহাম্মাদ ইউফ মুহাম্মাদী

এছাড়াও এই বিভাগে চতুর্থ থেক ১২তম স্থানে উত্তীর্ণ হয়েছে যথাক্রমে:

ক্যামেরুন প্রজাতন্ত্রের হামিদ বাশাইর, শ্রীলঙ্কার মোহাম্মদ ইজাত ইবিন মুহাম্মদ ইসমাইল, নাইজারের জিবরীল ওমর হাসান, ইন্দোনেশিয়ার মোহাম্মদ আদরিয়ান, বসনিয়া ও হার্জেগোভিনার ওমরাত লিটার্তা, নাইজেরিয়ার ইব্রাহিম ইসা মুসা, যুক্তরাষ্ট্রের মোহাম্মদ আলী আবদো, তানজানিয়ার আবদুল হামিদ মাসুদ সুলেইমান এবং ঘানার মোহাম্মদ তিজজানি।

মিশরীয় এবং যেসকল বিদেশীরা মিশরে বসবার করে তাদের জন্য অনূর্ধ্ব ১২-এর সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ:
প্রথম স্থানের অধিকারী হয়েছেন, আব্দুল্লাহ আম্মার মুহাম্মাদ আস-সাইয়্যেদ
দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন, মুসতাফা আব্দুল গানি মাহমুদ
তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন, আস-সাইয়্যেদ নাসার আব্দুস সালাম
চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন, তাসনিম মুহাম্মাদ মুহাম্মাদ এবং মুহাম্মাদ সালামত মুহাম্মাদ আব্দ আল-যেইন।

উল্লেখ্য, ২৫তম আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতা মিশরের এনডাওমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। কুদস শরীফের সাথে একাত্মবোধ প্রকাশ করে ‘আরব জেরুজালেম’ শিরোনামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৪শে মার্চে প্রতিযোগিতার সূচনা হয় এবং বৃহস্পতিবার (২৯শে মার্চ) পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৫০টি দেশের ৬৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

সূত্র: আল ইকনা

আরো পড়ুন

মিশরে প্রতিবন্ধীদের জন্য কুরআন প্রতিযোগিতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ