শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

জৈন্তাপুরে হামলা; হাসপাতালে কাতরাচ্ছে ৩০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সিলেটের জৈন্তাপুরের হরিপুর ‍মাদরাসায় মাজারপন্থীদের অতর্কিত হামলার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলায় গতকাল রাতে নিহত হয়েছেন মোজাম্মিল নামের এক মাদরাসা শিক্ষার্থী।

সোমবার রাত ১২টার দিকে এ ঘটনায় আহত হন মাদরাসার ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী। তারা সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মোজাম্মিল হোসেন (২৫) হরিপুর মাদরাসার দাওয়ায়ে হাদিসের ছাত্র ছিলেন। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি এলাকায়।

এছাড়াও হামলায় হরিপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সালাম গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। এ মহুর্তে তিনি কিছুটা সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন জৈন্তাপুর মাদরাসার শিক্ষক মাওলানা কবির আহমদ চতুলী।

মাওলানা কবির আহমদ আওয়ার ইসলামকে জানান, রাতে মাদরাসায় হামলা ও নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকার সর্বসাধারণ জনতা রাস্তায় নেমে আসেন। তারা অপরাধীদের বিচার চেয়ে রাস্তায় মিছিল করেন।

 

জানা যায়, প্রথম দফায় ভণ্ডরা মারপিট শুরু করলে ঘটনাস্থলে মোজাম্মিল নিহত হন। কিছুক্ষণ পর দ্বিতীয় দফায় হামলা চালায় ওই লোকেরা। তখন মাদরাসা শিক্ষার্থীরা স্থানীয় বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে আশ্রয় নিলে তারা সেখানেও হামলা চালায়।

বিক্ষুব্ধ ভণ্ডরা চারটি গ্রামে জ্বালাও-পোড়াও, ভাঙচুরও চালায়। এভাবে মঙ্গলবার ভোর পর্যন্ত সহিংসতা চলে।

পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকার চেয়ারম্যান ও মাতব্বরদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি ময়নুল জাকির মিডিয়াকে জানান, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা টহলে রয়েছেন।পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

মারা যাননি এনাম আহমদ

এদিকে এনাম আহমদ নামের আরেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে খবর ছড়ালেও দুপুরে মাওলানা কবির আহমদ চতুলি আওয়ার ইসলামকে জানান, এনাম আহমদ এখনো জীবিত রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, প্রথমে আমরাও ধারণা করেছিলাম এনাম আহমদ শহীদ হয়েছেন, কিন্তু পরে জানা যায় তিনি এখনো জীবিত আছেন।

তবে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে দুজন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

উলামাদের মিটিং চলছে

রাতে বেদাতিদের অতর্কিত হামলা এবং পরবর্তি পরিস্থিতি নিয়ে হরিপুর মাদরাসায় বর্তমানে সিলেটের আলেমদের মিটিং চলছে। সেখানে উপস্থিত রয়েছেন মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরীসহ সিলেটের শীর্ষ উলামায়ে কেরাম।

তারা আলোচনার মাধ্যমে পরবর্তি করণীয় নির্ধারণ করবেন বলে জানা গেছে।

জৈন্তাপুরে মাদরাসায় মাজারপন্থীদের হামলা; নিহত ১


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ