বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ।। ৯ পৌষ ১৪৩২ ।। ৪ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মো. ইবরাহীমের মনোনয়নপত্র সংগ্রহ শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হলেন মুফতি শামসুদ্দিন জিয়া শহীদ ওসমান হাদির জন্য রুপসায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ বৃহস্পতিবার ৪ ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলা যাবে টোল ছাড়া মৌলভীবাজার-৪ আসনে রিক্সার প্রার্থী মাওলানা হামিদীর মনোনয়ন ফরম সংগ্রহ গ্রেপ্তারের পর কারাগারে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী মৌলভীবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বিএনপিতে যোগ দিয়েই ধানের শীষ পেলেন সৈয়দ এহসানুল হুদা মুফতি ওয়াক্কাসপুত্র রশীদকে আসন ছাড় দিলো বিএনপি

তাবলিগের সঙ্কট মেটাতে শুরার দুই পক্ষকে বৈঠকে বসতে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: তাবলিগ জামাতের শুরায় চলমান সঙ্কট ও দুপক্ষের মনোমালিন্য দূর করতে শুরার সদস্যদের কাছে একটি দীর্ঘ চিঠি প্রেরণ করা হয়েছে।

চিঠিতে উভয় পক্ষকে একটি বৈঠক করার অনুরোধ জানানো হয়। প্রয়োজনে একাধিক বৈঠকে বসারও ব্যাপারেও উল্লেখ করা হয়  চিঠিতে।

কাকরাইল মারকাজ শুরার একজন সদস্যের পক্ষ থেকে দীর্ঘ এই চিঠিতে প্রথম বৈঠকের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়। চলতি মাসের ১৮ বা ১৯ তারিখ বৈঠকে বসার প্রস্তাব করা হয় চিঠিতে। বৈঠকের স্থান কোথায় হবে তা উল্লেখ করে চিঠিতে লেখা হয় কোন মুরুব্বির রুম বা মাশোয়ারার রুমে বৈঠক করতে হবে।

চিঠিতে মাশোয়ারার ৫টি বিষয় উল্লেখ করা হয় -

১. ত্রৈমাসিক মাশোয়ারার তারিখ ঠিক করা ।

২. সারা বছরের প্রোগ্রাম বানানো।

৩. বিদেশী জামাতের নুসরাত ।

৪. এসএসসি চাত্রদের আল্লাহর রাস্তায় বের করার ব্যাপারে ।

৫. অাপোষ, জোড়মিল , মুহাব্বাত বাড়ানো কিভাবে করা যায় ।

শুরার পক্ষ থেকে চিঠি পাঠানো হয় শুরা সদস্য মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মোহাম্মাদ ফারুক, মাওলানা মোশাররফ, মাওলানা যোবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান সাহাবুদ্দিন নাসিম,  মাওলানা রবিউল হক, প্রফেসর ইউনুস শিকদার, মাওলানা মোহাম্মাদ হোসেন, মাওলানা ওমর ফারুক, শেখ নুর মুহাম্মাদকে।

জোড় ও ইজতেমার বিষয়ে কাকরাইল শুরার নতুন সিদ্ধান্ত

একে অন্যকে সব ভুল-ত্রুটি মাফ করে দিয়ে তাবলিগের মহান কাজের জিম্মাদারী আদায় করার লক্ষ্যে সবাই উদার দিল হয়ে যাওয়ার আহ্বান জানানো হয় চিঠিতে।

নিচে দেখুন চিঠির বিস্তারিত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ