বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ।। ৯ পৌষ ১৪৩২ ।। ৪ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মো. ইবরাহীমের মনোনয়নপত্র সংগ্রহ শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হলেন মুফতি শামসুদ্দিন জিয়া শহীদ ওসমান হাদির জন্য রুপসায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ বৃহস্পতিবার ৪ ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলা যাবে টোল ছাড়া মৌলভীবাজার-৪ আসনে রিক্সার প্রার্থী মাওলানা হামিদীর মনোনয়ন ফরম সংগ্রহ গ্রেপ্তারের পর কারাগারে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী মৌলভীবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বিএনপিতে যোগ দিয়েই ধানের শীষ পেলেন সৈয়দ এহসানুল হুদা মুফতি ওয়াক্কাসপুত্র রশীদকে আসন ছাড় দিলো বিএনপি

বিএনপিকে সহিংসতার জন্য উসকানি দিচ্ছি না : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সামনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি বিএনপির ‘শান্তিপূর্ণ আন্দোলনের’ কর্মসূচিকে ‘সক্ষমতার অভাব’ বলে মন্তব্য করে দলটিকে ‘সহিংসতার দিকে উসকানি’ দিচ্ছেন কি না? জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘না, আমি বিএনপিকে উসকানি দিচ্ছি না। আমি তাদের সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছি।’

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি যদি নির্বাচনে না যায়, সে ক্ষেত্রে সরকার কী করবে? জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কারো জন্য কিছু ঠেকে থাকে না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি ৬৩২ পৃষ্ঠার হওয়ায় যুক্তিসংগত কারণেই ভুলত্রুটি সংশোধন করে প্রকাশ করতে সময় লাগছে বলেও এ সময় জানান ওবায়দুল কাদের।

বিএনপির চেয়ারপারসনের রায়ের বিষয়টি রাজনীতির মাঠে টেনে আনা উচিত নয় মন্তব্য করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘এটি আদালতের বিষয়। খালেদা জিয়ার রায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। এটি সরকারের কিছু নয়। আদালতের এ বিষয়টি রাজনীতির মাঠে টেনে আনা উচিত নয়। রায় দিয়েছেন আদালত, কিন্তু বিএনপি কর্মসূচি দিচ্ছে সরকারের বিরুদ্ধে।’

‘একদিকে বিএনপি নেতারা বলছেন, এ রায় মানেন না, আবার তাঁরা রায়ের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন। রায়ের সার্টিফায়েড কপির জন্য ঘুরছেন। যদি তাঁরা রায়ই না মানেন, তাহলে আপিল করবেন কেন?’

বিএনপি ছাড়া নির্বাচন ২০১৪ সালের মতো ‘প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত’ হবে কি না—এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী দাবি করেন, ‘আমাদের ২০১৪ সালের নির্বাচন প্রশ্নবিদ্ধও ছিল না, বিতর্কিতও ছিল না। সেটা ছিল গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন। বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বাচনের মাধ্যমে গঠিত আমাদের সরকারকে স্বীকৃতি দিয়েছে। আমাদের সঙ্গে কাজ করছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আমাদের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কেন তড়িঘড়ি করে তাদের গঠনতন্ত্রের ৭ নম্বর ধারাটি তুলে দিয়েছে। আমি বহুবার প্রশ্ন করেও এর জবাব পাইনি। এই বিষয়ে জানতে চাইলে তারা এদিক-সেদিক চলে যায়। তারা কি ধরে নিয়েছিল যে‌ তাদের শীর্ষ নেত্রীর সাজা হবে?’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ