বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজের ঘটনায় তোলপাড় এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী 

‘প্রতিদ্বন্দ্বিতাহীন, নিরামিষ নির্বাচনের কোনো অর্থই নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হতে হবে মিনিংফুল। আর নির্বাচনে আমরা অর্থবহ অংশগ্রহণও চাই। প্রতিদ্বন্দ্বিতাহীন, নিরামিষ নির্বাচনের কোনো অর্থই নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ কোনো নির্বাচনে যেতে চায় না।

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর দ্বিতীয় কাঁচপুর সেতুর সুপারস্ট্রাকচার স্থাপনকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কতা বলেন।

সেতু মন্ত্রী আরও বলেন, বিএনিপ খালেদাকে ছাড়া নির্বাচনে যাবে কিনা সেটা তাদের ব্যাপার এটা বারবার বলার বিষয় নয়।

তিনি বিএনপির মহাসচিবকে উল্লেখ করে বলেন, বারবার মির্জা ফখরুল সরকারকে অভিযুক্ত করছেন। সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন। আদালতের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। কিন্তু খালেদার সাজা তো সরকারি বিষয় না আদালতের বিষয়।

বিএনপিকে সরকার শান্তিপূর্ণ আন্দোলন করতে দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে তো?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ