বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

মুসলিম শিক্ষার্থীর কাছে ক্ষমা চাইলেন ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব
আন্তর্জাতিক ডেস্ক

লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের ল’ ডিপার্টমেন্টের চেয়ারম্যান, একজন মুসলিম শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছেন। ঐ ছাত্র নামাজ পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মীর হাতে শারীরীকভাবে লাঞ্ছিত হন।

লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের মুখপাত্র জানান, বিষয়টির তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফেইসবুকে প্রকাশিত একটি ভিডিওতে ল’ ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী ‘বানু হামদে’র উপর হামলার দৃশ্যটি দেখা গেছে।

লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে নামাযের বিশেষ ব্যবস্থা থাকলেও, ঐ শিক্ষার্থী নামাযখানা দূরে থাকায় এবং ক্লাস মিস হওয়ার ভয়ে এক কোনায় দাঁড়িয়ে নামাজ শুরু করে দেয়। এ সময় ঐ রক্ষী অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার উপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে।

লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের ল’ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ক্ষমা চাওয়ার পাশাপাশি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং ইসলামভীতির নিন্দা জানান।

লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের মুসলিম স্টুডেন্ট ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, যখন দেশব্যাপী ইসলামভীতির কারণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তখন সরকার সন্ত্রাসবাদ মোকাবিলার পরিবর্তে মুসলমান ও মুসলিম ছাত্রদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখছে এবং তাদেরকে সমস্যায় ফেলছে।

ঐ বিবৃতিতে, ঘটনার দ্রুত তদন্ত এবং ইসলামভীতি ও যেকোন প্রকার বর্ণবাদী পদক্ষেপের পথরোধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ