বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ।। ৯ পৌষ ১৪৩২ ।। ৪ রজব ১৪৪৭

শিরোনাম :
 ২৭ ডিসেম্বর ঘোষণা হতে পারে ইসলামী ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা নাস্তিকদের হেদায়েতের জন্য একটি বই! চীন–বাংলাদেশ কৃষি সহযোগিতা গভীরতর করার কৌশলগত ভিত্তি হিসেবে সার বেফাকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও পাঠ্যপুস্তক এজেন্ট সম্মেলন  বিএনপির সঙ্গে আসন সমঝোতার কারণ জানালো জমিয়ত আট দলের আসন সমঝোতা নিয়ে যা বললেন শায়খে চরমোনাই নিষিদ্ধ ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি গ্রেপ্তার গ্রেপ্তার নিরীহ সমালোচনাকারীদের মুক্তি না দিলে ক্ষোভ বাড়বে: হেফাজতে ইসলাম‎ ভারত ও পাকিস্তান থেকে এক লাখ টন চাল কিনছে সরকার নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

পরীক্ষা হলে উত্তর বলে দিতে অস্বীকৃতি : শিক্ষকের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এসএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা হলে শিক্ষার্থীকে উত্তর বলে না দেওয়ায় উপজেলার বাজিতা নিউ মার্কেটের সামনে শিক্ষকের ওপর হামলা  করেছে ছাত্র ও অভিভাবকরা।হামলায় আহত শিক্ষককে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বরাবরে লিখিত অভিযোগ এবং  মির্জাগঞ্জ থানায় সাধারণ জিডি করেছেন ঝাটিবুনিয়া ম,ই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন।

অভিযোগে জানা যায়, উপজেলার কাঠালতলী পরীক্ষা কেন্দ্র কাঠালতলী আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের ১১নং পরীক্ষা হলে গত ৭ ফেব্রুয়ারি ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা পরিদর্শক মো. জসিম উদ্দিনের কাছে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিক্ষার্থী মো. কাওসার একটি প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি তা বলে দিতে অস্বীকৃতি জানান।

অতঃপর গতকাল শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বাজিতা নিউ মার্কেটের মোশারফ হোসেনের স’মিলের সামনের সড়কে শিক্ষার্থী কাওসারের নেতৃত্বে  ওৎ পেতে থাকা ৭-৮জন যুবক ও অভিভাবকরা মিলে শিক্ষক জসিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,আমি অভিযোগ পেয়েছি এবং থানায় জিডি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে অচিরেই যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ