শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


দখলদার ইসরাইলিকে হত্যার দায় স্বীকার হামাসের কাস্সাম ব্রিগেডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক দখলদার ইসরাইলিকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বিকেলে পশ্চিম তীরের আলফিত জেলার অবৈধ ইহুদি বসতি এরিয়েলের প্রবেশপথে এ হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের ভূমি দখল করে প্রতিষ্ঠিত অবৈধ ইহুদি বসতিতে ওই ইসরাইলি বাস করতেন।

৩০ বছর বয়সী ওই অবৈধ বসতি স্থাপনকারীর শরীরের ওপরের অংশে ছুরিকাঘাত করা হয়েছে। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

হামলাকারী ফিলিস্তিনি ছুরিকাঘাত করেই পালিয়ে যান। ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড বলেছে, এই হামলা এটিই প্রমাণ করে যে ইসরাইলের বিরুদ্ধে ইন্তিফাদা চলছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ