বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

‘জমিয়তের নামে আজকের কনভেনশন অবৈধ ও অসাংবিধানিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তের নামে যেই কনভেশন হয়েছে, সেটাকে সম্পূর্ণ অসাংবিধানিক ও অবৈধ উল্লেখ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী।

তিনি বলেন, অবৈধ এই কনভেনশনের সাথে বাংলাদেশের হক্কানী উলামায়ে কেরামের ঐতিহ্যবাহী প্রাণের সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ন্যুনতমও কোন সম্পর্ক নেই। এই কনভেনশন ও তার ঘোষিত যাবতীয় সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ ও বিভ্রান্তিকর।

আজ বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে জমিয়ত সভাপতি আল্লামা আব্দুল মু’মিন আরো বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। নির্বাচন কমিশনে এই দলের নিবন্ধন নম্বর হচ্ছে ২৩ এবং দলের সভাপতি হচ্ছি- আমি আব্দুল মুমিন এবং মহাসচিব হচ্ছেন- আল্লামা নূর হোসাইন কাসেমী। দলের শক্তিশালী মজলিশে শূরা ছাড়াও ১০১ সদস্য বিশিষ্ট আমেলা তথা কার্যকরী কমিটি রয়েছে। এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামের একটি দলীয় সংবিধান ও গঠনতন্ত্র রয়েছে।

বিবৃতিতে আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী আরো বলেন, জমিয়তের গঠনতন্ত্রের আলোকে কোন শূরা ও আমেলা বৈঠক, কিংবা দলের মজলিশে উমুমী তথা কেন্দ্রীয় সভা-সমাবেশ ও কনভেনশন আহবানের অধিকার পদাধিকার বলে কেবল আমারই রয়েছে। অথবা আমার অনুমোদন ক্রমে একমাত্র দলের মহাসচিব এ ধরনের বৈঠক বা সমাবেশ ডাকার বৈধ অধিকার রাখেন।

দেশে এই প্রথম আধুনিক চিকিৎসার সমন্বয়ে নববি চিকিৎসা হিজামা

জমিয়ত সভাপতি বলেন, আমি এবং আমার দলের মহাসচিব, এমনকি মজলিশে আমেলার অবগতি ছাড়া প্রাথমিক সদস্যপদসহ দল থেকে স্থায়ীভাবে সম্পূর্ণ বহিষ্কৃত নেতা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস এবং দলীয় শৃঙ্খলা বিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে শোকজপ্রাপ্ত সহসভাপতি মাওলানা মনসূর হাসান রায়পুরী ও শোকজপ্রাপ্ত যুগ্মমহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান জমিয়তের নামে কোনরূপ কনভেনশন আহবানের বৈধ অধিকারই রাখেন না।

সুতরাং আজ জাতীয় প্রেসক্লাবের বেআইনি ও অবৈধ এই কনভেনশনের ঘোষিত কমিটির ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য জমিয়তের সকল নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আমি আহবান জানান।

তিনি আরো বলেন, শুনলাম- এই অবৈধ কনভেনশনের ঘোষিত কমিটিতে আমাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। যা আমার সাথে ধৃষ্টতা ও নিরেট তামাশা ছাড়া অন্য কিছু নয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মুফতি ওয়াক্কাসের নেতৃত্বে কনভেনশন; নতুন কমিটি ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ