আওয়ার ইসলাম: রোববার গভীর রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ চরমপন্থী নেতা সেলিম মণ্ডল ওরফে সাগরকে (২৭) আটক করেছে পুলিশ।
আটক সেলিম পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গাংধাইর গ্রামের আ. জব্বারের ছেলে।
সোমবার বেলা সাড়ে ১১টায় কালুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ‘সেলিম বাহিনী’ নামে নতুন একটি চরমপন্থী বাহিনী গঠন করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন সেলিম।
রোববার রাত ১১টার দিকে সেলিম বাহিনীর সদস্যদের নিয়ে কালুখালী উপজেলার একটি বাগানে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ তাকে আটক করা হয়।তবে তার সহযোগিরা পালিয়ে যায়।
এ বিষয়ে সেলিমের বিরুদ্ধে কালুখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এইচজে