কাপাসিয়ায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল
প্রকাশ:
২৮ আগস্ট, ২০২৫, ১১:২৫ রাত
নিউজ ডেস্ক |
![]()
ইসলাম ও মানবতা বিরোধী তাগুতি ও কায়েমী স্বার্থবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করে সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে দাওয়াতী মিছিল। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাদ আছর একটি দাওয়াতী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের যুবসমাজের নৈতিক অবক্ষয়ের পেছনে বস্তুবাদী ও অপসাংস্কৃতিক আগ্রাসন অন্যতম প্রধান কারণ। এ থেকে উত্তরণের জন্য যুবকদেরকে দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে। |