শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


দক্ষিণ চিন সাগরে ফের চিনা জেট বিমানের তৎপরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: দক্ষিণ চিন সাগরে মালিকানা দাবির তালিকায় চিনের পাশাপাশি রয়েছে ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ান। কিন্তু চিন চায় পুরো দক্ষিণ চিন সাগরে একক আধিপত্য বিস্তার করতে।

স্থানীয় সময় গতকাল বিতর্কিত দক্ষিণ চিন সাগরের দ্বীপের উপর উড়তে দেখা যায় চিনের J-11B ফাইটার জেট। বেইজিং যে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, সেটাই আরো একবার প্রমাণিত হল জেট ফাইটারের উপস্থিতিতে। চিনের ‘চায়না সেন্ট্রাল টেলিভিশন’-এর একটি ফুটেজে J-11B ফাইটার এর উপস্থিতির দৃশ্য চোখে পড়ে।।

দক্ষিণ চিন সাগরের বুকে ইয়ংজিং আইল্যান্ডের তিন কিলোমিটারের রানওয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ।মার্কিন যুক্তরাষ্ট্রও মাঝে মধ্যে নেভি শিপ বা ফাইটার জেট পাঠায়  দক্ষিণ চিন সাগরে নজরদারি চালানোর জন্য।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ